পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: পুনেতে অজিদের জয়ের নায়ক মার্শ, হেরেও চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন সফল বাংলাদেশের ৷ 7 ম্যাচ জিতে লিগটেবিলে তৃতীয় স্থানে শেষ করল অস্ট্রেলিয়া ৷ 132 বলে 177 রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় এনে দেন মিচেল মার্শ ৷

ICC World Cup 2023
হেরেও চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত বাংলাদেশের

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 8:40 PM IST

পুনে, 11 নভেম্বর:একের পর এক বিতর্কের জেরে এমনিতেই কণ্টকাকীর্ণ হয়ে গিয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ সফর ৷ শুধু যে শাকিব-আল হাসানের দলের হতশ্রী পারফরম্যান্স স্ক্যানারের নীচে এসেছে তা নয় ৷ তামিম ইকবাল বিতর্ক, শাকিবের হঠাৎ দেশে ফেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউজের 'টাইমড আউট' সব মিলিয়ে দলকে নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ এর মাঝে অজিদের বিরুদ্ধে বড় ব্যবধানে হারলে তাঁদের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়েও তৈরি হত বড় প্রশ্ন চিহ্ন ৷ তবে তা হয়নি বাংলাদেশ হেরেছে ঠিকই কিন্তু 307 রানের লক্ষ্যমাত্রা হাসিল করতে 44.4 ওভার ব্যাট করতে হয় অজিবাহিনীকে ৷

শনিবার পুনের এমসিএ স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড ৷ হেড যদিও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তবে ত্রাতা হয়ে দাঁড়ান মিচেল মার্শ ৷ অর্ধশতরানের পর ওয়ার্নার সাজ ঘরে ফিরলেও দলকে চাপের মুখ থেকে টেনে তোলেন তিনি ৷ আফগানিস্তানের বিরুদ্ধে সব লাইমলাইট একাই কেড়ে নিয়েছিলেন অজি ফিনিশার গ্লেন ম্যাক্সওয়েল ৷

এদিনও তেমনই মলিন দেখাল ওয়ার্নারের 53 রান বা স্টিভ স্মিথের 63 রানের ইনিংস ৷ এমসিএ-তে আজকের নায়ক মিচেল মার্শ ৷ 132 বলে 177 রানের ইনিংস খেলে অন্যান্য দলকেও যেন কড়া বার্তা দেন তিনি ৷ তাঁর এই দীর্ঘ ইনিংসে 17টি চার ও 9টি ছয় মারেন এই অজি ব্যাটার ৷

টুর্নামেন্টের শুরুতে ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর অনেকের কপালেই ভাঁজ পড়েছিল ৷ কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা ভালোই জানেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ৷ লিগ রাউন্ডে সাত ম্যাচ জিতে লিগ টেবিলে তৃতীয় স্থান দখল করল তারা ৷ অন্যদিকে বাংলাদেশ শেষ করল অষ্টম স্থানে ৷ তাদের দলের পয়েন্ট সংখ্যা 4 ৷ তবে নেট রানরেটে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের থেকে বেশ এগিয়ে রয়েছে তারা ৷

আরও পড়ুন:

  1. অজিদের বিরুদ্ধে মরিয়া লড়াই 'শাকিবহীন' বাংলাদেশের, ফ্যানেদের 'হৃদয়' জিতলেন তৌহিদ
  2. ম্যাচের আগেই শেষ পাকিস্তানের অবাস্তব সেমিফাইনাল-অংক, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের

ABOUT THE AUTHOR

...view details