আমেদাবাদ, 13 অক্টোবর: ইতিমধ্যেই জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। তবে ক্রিকেট বিশ্ব ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামিকাল, শনিবার সেই ম্যাচ। আর ভারত-পাকিস্তান মহারণের আগে মেগা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বিসিসিআই ৷ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। কিন্তু ভারত-পাক ক্রিকেট যুদ্ধের আগে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে সুরের আসর। তাতে থাকছেন, মেলোডি কিং অরিজিৎ, শঙ্কর মহাদেবন থেকে শুরু করে সুখবিন্দর সিং ৷
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের আগে অরিজিৎ সিং গান গাইবেন। পাশাপাশি শঙ্কর মহাদেবন ও সুখবিন্দর সিংও থাকছেন মঞ্চ মাতাতে ৷ গতকাল, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক্স-এ জানিয়েছে, "বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ একটি স্পেশাল পারফরম্যান্স দিয়ে শুরু হবে! একটা অভূতপূর্ব মিউজিক্যাল ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করুন। বিশ্বের সবথেকে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অরিজিৎ সিং স্পেশাল পারফরম্যান্স করতে চলেছেন ৷"