মুম্বই, 8 নভেম্বর:মঙ্গলে ম্যাক্স শো৷ অজি অলরাইন্ডার যেন বাইশগজে রূপকথা লিখলেন ৷ 2023 সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের 201 রানের অবিশ্বাস্য, অবিস্মরণীয়, কল্পনাতীত ইনিংস নিঃসন্দেহে ক্রিকেটের ইতিহাসের অন্যতম মনে রাখার মতো ঘটনা। আফগানিস্তানের করা 291 রান তাড়া করতে নেমে ম্যাক্সি একাই করলেন 201 ৷ গতকাল জিতে সেমির টিকিট পাকা করল অস্ট্রেলিয়া ৷ একার হাতে অজিদের 3 উইকেটে জিতিয়ে দিয়ে ম্যাক্সি বললেন, 'বিশ্বাস সবসময়ই ছিল' ৷
ম্যাচে প্রথমে ব্যাট করে 291 রান করে আফগানিস্তান। সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। 292 রান তাড়া করতে নেমে একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল মাত্র 91 রানে 7 উইকেট। প্রথম সাত উইকেট যেভাবে পড়ল তাতে অস্ট্রেলিয়ার অতি বড় সমর্থকও হয়ত ভেবেছিলেন, বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন তাঁরা। কিন্তু তারপরই লেখা হল ইতিহাস ৷
প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে অসাধ্য সাধন করার লড়াই শুরু করেন ম্যাক্সি। চাপের মুহুর্তে দমে না গিয়ে 'অ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স' ফর্মুলায় হাঁটার সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল। তারপর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল এক রূপকথার ইনিংসের। যা ক্রিকেট ইতিহাসে চির স্মরণীয় হয়ে থেকে যাবে।