নয়াদিল্লি, 16 অক্টোবর:এখনও পর্যন্ত 2023 সালের বিশ্বকাপে যদি কোনও দল সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে থাকে, নিঃসন্দেহে তারা আফগানিস্তান ৷ রবিবার রাশিদ খান-মুজিব-উর-রহমানরা 69 রানে হারিয়েছেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৷ কয়েকদিন আগেই আফগান কোচ জনাথন ট্রট জানিয়েছিলেন, যে কোনও দিন ঘুরে দাঁড়াতে সক্ষম তাঁর দল ৷ তবে সেটা যে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে ঘটবে তা হয়তো ভাবেননি কেউই ৷ এবার দিল্লির ক্রিকেট প্রেমী অনুরাগীদের সমর্থনের জন্য় তাঁদের ধন্যবাদ জানালেন রাশিদ খান ৷
সোশাল মিডিয়ায় (বর্তমান নাম এক্স) একটি পোস্টে তিনি লেখেন, 'দিল্লি সচ মে দিলওয়ালো কি হ্যায় (দিল্লি সত্যিই দিলদরিয়া অনুরাগীদের) ৷ স্টেডিয়ামে যে সমস্ত ফ্যানেরা ছিলেন যাঁরা পুরো ম্যাচে আমাদের সমর্থন করেছেন তাঁদের সকলকে ধন্য়বাদ ৷ বিশ্বব্যাপী আমাদের সমর্থকদের থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য়ও সকলকে ধন্যবাদ ৷'