ধরমশালা, 10 অক্টোবর: টাইগারদের বিরুদ্ধে ছন্দে ফিরল 'থ্রি-লায়ন্স' ৷ ওপেনার ডেভিড মালানের ব্যাটে ভর করে 50 ওভারে 9 উইকেট হারিয়ে 364 রান তুলল ইংল্যান্ড ৷ মঙ্গলবার বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে তাঁর এবং টপ-অর্ডারের বাকি দুই ব্যাটার জনি বেয়ারস্টো এবং জো রুটের সেঞ্চুরিতে ভর করেই সাড়ে তিনশো রানের গণ্ডি পেরোয় ব্রিটিশরা ৷ এ দিন ওয়ান-ডে ক্রিকেটে দ্রুততম ছয় নম্বর সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন বাঁ-হাতি ওপেনার ৷ মাত্র 23 ইনিংসে কেরিয়ারের 6 নম্বর ওয়ান-ডে সেঞ্চুরি করলেন মালান (107 বলে 140 রান) ৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নাজেহাল হতে হয়েছিল ইংল্যান্ডকে ৷ স্কোরবোর্ডে 282 রান তুলেও কোনও প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ডের বোলাররা ৷ তবে, ধরমশালার মাঠে বাংলাদেশের বিরুদ্ধে এক তরফা শাসন করতে দেখা গেল ব্রিটিশ ব্যাটারদের ৷ এদিন ইনিংসের শুরুটা কিছুটা ধীরে করেছিলেন দুই ব্রিটিশ ওপেনার ৷ তবে, 10 ওভারের পর থেকে আক্রমণে যান মালান এবং জনি বেয়ারস্টো ৷ তিনি 59 বলে 52 রান করে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের শিকার হন ৷ তিনি এবং মালান প্রথম উইকেটে 115 রানের পার্টনারশিপ করেন ৷
তবে, বেয়ারস্টো আউট হলেও ইংল্যান্ডের রান গতিতে নিয়ন্ত্রণ আনতে পারেনি বাংলাদেশ বোলাররা ৷ বরং, প্রতি ওভারে সাতের উপরে রানরেটে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান ডেভিড মালান এবং জো রুট (82) ৷ মালান এ দিন 140 রানে মেহেদি হাসান মিরাজের শিকার হন ৷ তবে, অধিনায়ক জস বাটলার শুরু থেকে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন ৷ শরিফুল ইসলাম ইংল্যান্ডের বিধ্বংসী টপ-অর্ডারকে প্যাভিলিয়নে পাঠান ৷ তিনি জস বাটলার, জো রুট এবং লিয়াম লিভিংস্টোনের উইকেট নেন ৷