মাউন্ট মাউনগানুই, 16 মার্চ : বিশ্বরেকর্ড গড়লেন বঙ্গপেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami bags 250 ODI wickets) ৷ আর সেই গর্বের মুহূর্তটা এল ভারতীয় দলের হারের মধ্যে দিয়ে ৷ নিউজিল্যান্ডে চলতি মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স যেমনই হোক না কেন, বল হাতে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন 39 বছরের ঝুলন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে সর্বোচ্চ 40টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন ৷ আজ বে ওভালে ইংল্যান্ডের ওপেনার টেমি বিউমন্টকে আউট করে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফরম্যাটে আড়াইশো উইকেট সংগ্রহকারী বোলারে পরিণত হয়েছেন ঝুলন ৷ তবে এই রেকর্ডের দিন 4 উইকেটে হারের মুখ দেখল মিতালি রাজের দল (England defeat india by 4 wickets) ৷
ভারতীয় দলকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ৷ গতবারের বিশ্বকাপজয়ীরা এবার মোটেও ছন্দে নেই ৷ তিনটি ম্যাচে হারের পর বিশ্বকাপে টিকে থাকতে হলে মিতালিদের হারাতেই হত তাঁদের ৷ ইংরেজ বোলাররা সেই কাজটা সুচারুভাবে সম্পন্ন করলেন ৷ ওমেন ইন ব্লু-কে মাত্র 134 রানেই গুটিয়ে দেয় তাঁরা ৷ স্মৃতি মান্ধানা (35), বাংলার রিচা ঘোষ (33) ছাড়া আর কাউকে ম্যাচে খুঁজেই পাওয়া গেল না ৷ দলের মান বাঁচাতে 26 বলে 20 রান করেন ঝুলনও ৷