পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC Hall of Fame 2023: 'মহিলা ক্রিকেটের জন্য গর্বের', আইসিসি 'হল অফ ফেম'-এ জায়গা পেয়ে বললেন ডায়ানা - আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ডায়ানা এডুলজি

ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের 'হল অফ ফেম'-এ জায়গা পেলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ, ভারতীয় মহিলা দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক ডায়ানা এডুলজি এবং প্রাক্তন বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান ক্রিকেটার অরিবিন্দ ডি'সিলভা ৷

ICC Hall of Fame 2023
আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ডায়ানা এডুলজি

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 5:29 PM IST

Updated : Nov 13, 2023, 7:35 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর:ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের 'হল অফ ফেম'-এ জায়গা করে নিলেন আরও তিন ক্রিকেটার ৷ তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ, ভারতীয় মহিলা দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক ডায়ানা এডুলজি এবং প্রাক্তন বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান ক্রিকেটার অরিবিন্দ ডি'সিলভা ৷

সম্প্রতি একটি বিবৃতিতে আইসিসি-র তরফে জানানো হয়েছে, "আইসিসি ক্রিকেট হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত করা হল তিন ক্রিকেটারকে ৷" এই অন্তর্ভুক্তির ফলে সংখ্য়াটি দাঁড়াল 112-তে ৷ ভারত থেকে এখনও পর্যন্ত 6 জন ক্রিকেটার এর আগে জায়গা করে নিয়েছিলেন এই তালিকায় ৷ বিষেণ সিং বেদী, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর এবং ভীনু মানকড় ৷

প্রাক্তন ভারত অধিনায়ক ডায়ানা প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই তালিকায় পেয়েছেন ৷ 17 বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন তিনি ৷ দ্বিতীয় টেস্টেই তিনি একটি দুরন্ত অর্ধশতরান করেন ৷ শুধু তাই নয় বল হাতেও তিনি ছিলেন দুরন্ত ৷ মাত্র 64 রান খরচ করে 6 উইকেট তুলে নেওয়ার রেকর্ডও রয়েছে এডুলজির নামে ৷

ইটিভি ভারতকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডায়ানা বলেন, "আইসিসি এবং হল অফ ফেম ভোটিং কমিটির কাছে আমি কৃতজ্ঞ এই সম্মানের জন্য ৷ এটা শুধু আমার সম্মান নয়, ভারতীয় মহিলা ক্রিকেট এবং বিসিসিআইয়েরও সম্মান ৷ আমার জন্য় বিষয়টি একেবারে আশাতীত ছিল ৷ আমার সঙ্গে যাঁরা থেকেছেন যাঁরা আমায় এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছেন এই সম্মান তাঁদের সকলের ৷"

বর্ষীয়ান ক্রিকেটার আরও বলেন, "আমাদের সময় এত সংবাদমাধ্যম ছিল না ৷ তবে আমাদের মধ্যে একটা জেদ ছিল ৷ ক্রিকেট আর ভারতের জন্য় সবটুকু উজাড় করে দিয়েছি ৷ এখন আইসিসি আমাদের সম্মানিত করছে ৷ এটা মহিলা ক্রিকেটের জন্য গর্বের ৷" অনুর্ধ্ব-19 আইসিসি ইভেন্টে ভারতীয় মেয়েরা যেভাবে ট্রফি ছিনিয়ে নিচ্ছে, তা নিয়েও বেশ উৎসাহিত তিনি ৷

তিনি বলেন, "অনুর্ধ্ব-19 আইসিসি ইভেন্টে মেয়েরা যেমন সাফল্য পাচ্ছে তেমনই আমি চাইব সিনিয়ররাও এবার আইসিসি ট্রফি ঘরে আনুক ৷" 1978 থেকে 1993 সাল পর্যন্ত ডায়না ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ ডায়ানা এই স্বীকৃতি ভারতীয় মহিলা ক্রিকেটের মুকুটে নতুন পালক যোগ করল এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বীরু এবং অরবিন্দও ক্রিকেটের কিংবদন্তি ৷ বীরু যেমন বদলে দিয়েছিলেন ওপেনিংয়ের সংজ্ঞা তেমনই মিডল অর্ডারে বহুবার দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন ডি'সিলভা ৷

আরও পড়ুন:

  1. 'রং-ফুটেড' বিরাটে মাতল চিন্নাস্বামী, স্পিনের ভেলকি রোহিত-শুভমনদের
  2. লক্ষ্য সেমিফাইনাল, সোমবার থেকেই ইডেনে মহড়া অজি-প্রোটিয়াদের
Last Updated : Nov 13, 2023, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details