পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWC 2023 Mascot: প্রকাশ্যে বিশ্বকাপের দুই ম্যাসকট, নামকরণের সুযোগ পাবেন আপনিও - CWC 2023 Mascot

আইসিসি বিশ্বকাপ 2023-এর দুই ম্যাসকটকে সামনে আনলেন অনুর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক শেফালি বর্মা ও যশ ধুল ৷ ই দুই ম্যাসকটের এখনও নামকরণ হয়নি ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফ্যানেদের উপরেই এই দায়িত্ব ছেড়েছে আইসিসি ৷

CWC 2023 Mascot
সামনে এল বিশ্বকাপের ম্যাসকট

By

Published : Aug 19, 2023, 7:09 PM IST

Updated : Aug 19, 2023, 9:15 PM IST

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ

নয়াদিল্লি, 19 অগস্ট: আর মাত্র 46 দিন, তারপরেই জেন্টলম্যানস গেমের সবচেয়ে বড় উৎসবের ঢাকে কাঠি পড়বে ৷ তার আগে শনিবার প্রকাশ্যে এল 2023 আইসিসি বিশ্বকাপের ম্যাসকট ৷ গুরুগ্রামে একটি অনুষ্ঠানে দুই ম্যাসকটকে সামনে আনলেন অনুর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক শেফালি বর্মা ও যশ ধুল ৷

আইসিসি এদিন দুই ম্যাসকটের একটি প্রোমো সোশাল মিডিয়ায় শেয়ার করেছে তাতে দেখা মিলেছে ওই দুই ম্যাসকটের ৷ ক্রিক্টোভার্স নামের একটি ক্রিকেট ইউটোপিয়া (ক্রিকেট গ্রহ) থেকে আসা দু’জন আলাদা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে ৷ যা লিঙ্গসমতা এবং বৈচিত্র্য উভয়ের প্রতীকেই তুলে ধরে । একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই দুই ম্যাসকটের এখনও নামকরণ হয়নি ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফ্যানেদের উপরেই এই দায়িত্ব ছেড়েছে আইসিসি ৷

এর আগে ভক্তদের মধ্যে করা একটি সমীক্ষার ওপর ভিত্তি করেই ম্যাসকটের নকশা করা হয়েছিল । আইসিসি প্রধান ইভেন্ট ক্রিস টেটলি বলেন, “আমরা আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023-এর ম্যাসকট উন্মোচন করতে পেরে আনন্দিত । ক্রিকেট ফ্যানেরাই ম্যাসকটের নামকরণ করতে পারবেন ৷ এর আগের ম্যাসকটগুলি ছিল চিরস্থায়ী চরিত্রের ৷ এই ম্যাসকট দু’টি সংস্কৃতি এবং সীমানা ছাড়িয়ে ক্রিকেটের সার্বজনীন আবেদনকে নির্দেশ করে ম্যাসকটগুলি ঐক্য এবং আবেগের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে রয়েছে ৷ ম্যাসকট দু’টি উভয় লিঙ্গের (নারী ও পুরুষ) প্রতিনিধিত্ব করে ৷’’

আরও পড়ুন: তাজমহলের সামনে বিশ্বকাপের ট্রফি, সেলফির জন্য উৎসাহী পর্যটকদের ভিড়

মহিলা ম্যাসকট: একটি টার্বুনেটরের মতো বিদ্যুত গতি রয়েছে তার ৷ হাত থেকে বেরয় দুরন্ত গতির ফায়ারবল ৷ তার গতি সাহসী ব্যাটারদেরও অবাক করে দেয় ।

পুরুষ ম্যাসকট: বরফশীতল মাথা ও ব্যাটিং দক্ষতার একটি অবিশ্বাস্য মিশ্রণ । তার প্রতিটি শট, ডিফেন্স থেকে শুরু করে সিম-স্ম্যাশিং ছক্কা, দর্শকদের মোহিত করে।

আরও পড়ুন: 'মায়ের স্বপ্নেই বাঁচছি', জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশের পর প্রতিক্রিয়া রিঙ্কুর

Last Updated : Aug 19, 2023, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details