দুবাই, 14 সেপ্টেম্বর: আন্তর্জাতিক টি20 ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) কোহলির বিরাট উত্থান ৷ এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে থাকা বিরাট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে 14 ধাপ এগিয়ে 15 নম্বরে উঠে এসেছেন ৷ 2022 সালের এশিয়া কাপ টি20-তে একটি শতরান ও দু’টি অর্ধ শতরান সহ মোট 276 রান করেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ তবে, শুধু বিরাট নন, এশিয়া কাপে ভালো খেলে বোলারদের ব়্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন ভুবনেশ্বর কুমার ৷ তিনি 4 ধাপ উঠে 7 নম্বরে রয়েছেন ৷
প্রায় তিন বছর সেঞ্চুরি ছিল না বিরাট কোহলির ৷ এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 1020 দিন পর টি20 ফরম্যাটে সেঞ্চুরি পেয়েছেন বিরাট ৷ তার আগেই অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কিং কোহলি ৷ পাকিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচে এবং হংকংয়ের বিরুদ্ধে রান পেয়েছিলেন তিনি ৷ টুর্নামেন্টের ফাইনালে ভারত উঠতে না পারলেও, এ বছরের এশিয়া কাপ বিরাট কোহলির জন্য স্মরণীয় হয়ে থাকবে ৷