পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC T20I Rankings: আন্তর্জাতিক টি20 ব়্যাঙ্কিংয়ে ‘বিরাট’ উত্থান

আন্তর্জাতিক টি20 ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) 14 ধাপ উপরে উঠে এলেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ বোলারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভুবনেশ্বর কুমারের ৷

ICC T20I Rankings Virat Kohli Moves 14th Steps Up in Batting Ranking
ICC T20I Rankings Virat Kohli Moves 14th Steps Up in Batting Ranking

By

Published : Sep 14, 2022, 6:19 PM IST

দুবাই, 14 সেপ্টেম্বর: আন্তর্জাতিক টি20 ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) কোহলির বিরাট উত্থান ৷ এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে থাকা বিরাট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে 14 ধাপ এগিয়ে 15 নম্বরে উঠে এসেছেন ৷ 2022 সালের এশিয়া কাপ টি20-তে একটি শতরান ও দু’টি অর্ধ শতরান সহ মোট 276 রান করেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ তবে, শুধু বিরাট নন, এশিয়া কাপে ভালো খেলে বোলারদের ব়্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন ভুবনেশ্বর কুমার ৷ তিনি 4 ধাপ উঠে 7 নম্বরে রয়েছেন ৷

প্রায় তিন বছর সেঞ্চুরি ছিল না বিরাট কোহলির ৷ এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 1020 দিন পর টি20 ফরম্যাটে সেঞ্চুরি পেয়েছেন বিরাট ৷ তার আগেই অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কিং কোহলি ৷ পাকিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচে এবং হংকংয়ের বিরুদ্ধে রান পেয়েছিলেন তিনি ৷ টুর্নামেন্টের ফাইনালে ভারত উঠতে না পারলেও, এ বছরের এশিয়া কাপ বিরাট কোহলির জন্য স্মরণীয় হয়ে থাকবে ৷

আরও পড়ুন:ব্যাট-বলের সঙ্গে মতো গানও পরম বন্ধু সচিনের

অন্যদিকে, শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্ডু হাসারাঙ্গার আন্তর্জাতিক টি20 ব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে ৷ তিনিও এ বারে এশিয়া কাপে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রেখেছেন ৷ বল হাতে লেগস্পিনে যেমন উইকেট নিয়েছেন ৷ তেমনি ব্যাট হাতে ফাইনালে শ্রীলঙ্কার ত্রাতাও হয়ে উঠেছিলেন ৷ বোলিং ব়্যাঙ্কিংয়ে 3 ধাপ উঠে 6 নম্বরে উঠে এসেছেন ৷ আর অলরাউন্ডারদের তালিকায় 7 ধাপ উপরে উঠে 4 নম্বরে রয়েছেন ওয়ানিন্ডু হাসারাঙ্গা ৷ ফাইনালে তাঁর এবং ভানুকা রাজাপক্ষের 58 রানের পার্টনারশিপে ভর করে 170 রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা ৷

আরও পড়ুন:স্মৃতির ব্যাটে ভর করে দ্বিতীয় টি-20 ম্যাচে 8 উইকেটে জয় ভারতীয় মেয়েদের

ABOUT THE AUTHOR

...view details