পশ্চিমবঙ্গ

west bengal

T20 WC : বিশ্বকাপের শুরুতেই অঘটন, বাংলাদেশকে হারিয়ে দিল স্কটিশরা

By

Published : Oct 18, 2021, 10:21 AM IST

স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 140 রান তোলে ৷ সেই ম্যাচ অপেক্ষাকৃত শক্তিশালী দল বাংলাদেশ হারল 6 রানে ৷ পরাজয়ের হতাশার দিনেই অবশ্য আন্তর্জাতিক টি-20-তে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান ৷

bangladesh
bangladesh

মাসকট, 18 অক্টোবর : টি-20 বিশ্বকাপের প্রথম দিনেই অঘটনের সাক্ষী থাকল ক্রিকেট জগত ৷ বাছাইপর্বের ম্যাচে মাহমুদুল্লাহ-র বাংলাদেশ হারাল স্কটল্যান্ডের বিরুদ্ধে ৷ রবিবার গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 6 রানে হারিয়ে বিশ্বকাপ অভিযানটা দারুণ করেছে স্কটিশরা ৷ এই জয়ে স্কটল্যান্ডের খাতায় পুরো 2 পয়েন্ট যোগ হল ৷ স্কটিশদের দেওয়া 141 রান তাড়া করতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 134 রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস ৷

স্কটল্যান্ডের পেস ব্রিগেডের আঁটোসাটো বোলিং এবং বাংলাদেশের দুই ক্রিকেটার সৌম্য সরকার (5) এবং লিটন দাস (5)-কে দ্রুত ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল বিপক্ষ ৷ শেষ পর্যন্ত যে চাপ কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ ৷ পাওয়ার প্লে ওভারে দুটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল 25 রান ৷ মুশফিকুর রহিম এবং শাকিব আল হাসান ইনিংস সামলানোর দায়িত্ব নিয়েছিলেন ৷ তাঁদের জুটিতে ওঠে 47 রান ৷ তা সত্ত্বেও টাইগারদের মাথা থেকে চাপ কমেনি ৷ অধিনায়ক মাহমুদুল্লাহ (23) এবং মেহেদি হাসান (13*) ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করে উঠতে পারেননি ৷

আরও পড়ুন : Dhoni Joins Team India : ভারতীয় দলে 'প্রত্যাবর্তন' মেন্টর ধোনির, শুরু করলেন পাক বধের প্রস্তুতি

স্কটল্যান্ডের ডান হাতি পেসার ব্র্যাডলি হুইল সবচেয়ে বেশি 3টি উইকেট নিয়েছেন ৷ বিশ্বকাপের মঞ্চে ধারে ভারে এগিয়ে থাকা বাংলাদেশকে হারিয়ে ফুটছে স্কটিশরা ৷

ABOUT THE AUTHOR

...view details