দুবাই, 20 সেপ্টেম্বর: ‘দিল জশন বোলে’, রিলিজ করল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থম ৷ ‘ওয়ান-ডে এক্সপ্রেসে’ সওয়ার হয়ে আইসিসি অ্যান্থম ছন্দে পা মেলালেন রণবীর সিং ৷ বলিউড তরকায় ক্রিকেটের সেরা টুর্নামেন্টের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সুরে আইসিসি অ্যান্থমে গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জনিতা গান্ধি, আকাসা এবং চরণ ৷ 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের অ্যান্থম ‘দে ঘুমাকে’র সুরকার ছিলেন শঙ্কর-এহসান-লয় ৷
বাকি আর মাত্র দু'সপ্তাহ ৷ তার পরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেই মহাযজ্ঞের মহামন্ত্র আজ সমর্থকদের সামনে আনল আইসিসি ৷ ‘দিল জশন বোলে’ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থম রিলিজ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ যে অ্যান্থম দৃশ্যায়ন হয়েছে একটি গ্রাফিক্যাল এক্সপ্রেস ট্রেনে ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘ওয়ান-ডে এক্সপ্রেসে’ ৷ মিউজিক ভিডিয়োটিতে কোমর দুলিয়েছেন বলি তারকা রণবীর সিং ৷ সঙ্গে দেখা গিয়েছে ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চহালের স্ত্রী তথা নৃত্যশিল্পী ধনশ্রী বর্মাকে ৷