হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: আজ রামোজি ফিল্ম সিটিতে আসছে 2023 সালের আইসিসি বিশ্বকাপের ট্রফি ৷ গ্রুপ কর্মীরা যাতে এই ট্রফি চাক্ষুস করতে পারেন, সে জন্য আরএফসি-তে এটির প্রদর্শন করতে আনছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ ট্রফিটি সন্ধ্যার পর আইকনিক রামোজি ফিল্ম সিটি প্রাঙ্গণের ক্যারম গার্ডেনে প্রদর্শিত হবে ।
আইসিসি ট্রফি কারা ছুঁতে পারবেন ? আইসিসি ট্রফি হ্যান্ডলিং প্রোটোকল অনুযায়ী, শুধুমাত্র কিছু নির্বাচিত ব্যক্তিকে ছবি তোলার জন্য ট্রফিটি স্পর্শ করা বা হাতে নেওয়ার অনুমতি দেওয়া হয় । সেই অনুযায়ী যে সব খেলোয়াড় আইসিসি বিশ্বকাপ জিতেছেন, বর্তমান আন্তর্জাতিক খেলোয়াড় এবং যে খেলোয়াড়রা আইসিসি বিশ্বকাপ বা সংশ্লিষ্ট যোগ্যতা অর্জনের ইভেন্টে অংশগ্রহণ করছেন তাঁরাই ছুঁতে পারবেন ট্রফি ।
আসল ট্রফি কে পায় ? এই প্রশ্নের উত্তর হল, কেউই নয় । আইসিসি বিশ্বকাপ ট্রফি হল একটি বিশ্বব্যাপী ক্রিকেটের সম্পদ এবং এটি আইসিসির সম্পত্তি হিসাবেই রয়ে গিয়েছে ৷ কারণ আসল ট্রফিতে বিজয়ীর নাম খোদাই করার সময় প্রতিটি বিশ্বকাপে বিজয়ীদের কাছে ট্রফির একটি রেপ্লিকা দেওয়া হয় ।
এটি দেখতে কেমন ? এই ট্রফি লন্ডনে গারার্ড, ক্রাউন জুয়েলার্সের ডিজাইনে তৈরি করা হয়েছিল, যা ক্রিকেটের তিনটি অপরিহার্য স্তম্ভ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-কে তুলে ধরেছে ৷ সিলভার-গিল্ট দিয়ে তৈরি 60 সেন্টিমিটার উচ্চতার ট্রফিতে তিনটি রুপালি স্তম্ভের উপরে একটি সোনার গ্লোব রয়েছে । গ্লোবটি একটি স্টাইলাইজড ক্রিকেট বলের আকারে তৈরি ৷ আর স্তম্ভগুলি স্টাম্প এবং বেলের স্টাইলে করা হয়েছে ৷
আরও পড়ুন:প্রীতমের সুরে কোমর দোলালেন রণবীর, মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থম ‘দিল জশন বোলে’