দুবাই, 16 জুলাই : জমে যাবে কুড়ি-বিশের বিশ্বকাপের লড়াই ৷ যখন গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান ৷ আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে আইসিসি ৷ একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান ৷ শেষবার ইংল্যান্ডে 2019 ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুটি দেশ ৷ দু'বছর পর আইসিসি ইভেন্টে ফের মুখোমুখি হতে চলেছে যুযুধান দুই দল ৷
2021 সালের 20 মার্চের ক্রমতালিকা অনুযায়ী টিমের গ্রুপ বেছে নেওয়া হয়েছে ৷ গ্রুপ ওয়ানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় ৷ ক্যারিবিয়ানদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ৷ পরে রাউন্ড ওয়ানের যোগ্যতা অর্জনকারী দুটি দল তাদের সঙ্গে যোগ দেবে ৷ গ্রুপ 2-তে রয়েছে ভারত ও পাকিস্তান ৷ সঙ্গে নিউজ়িল্যান্ড, আফগানিস্তান এবং প্রথম রাউন্ডের যোগ্যতা অর্জনকারী দুটি দল ৷ প্রথম রাউন্ডে আটটি দল বিশ্বকাপের মূলপর্বে ওঠার জন্য লড়বে ৷ তাদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ৷