পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: দূষণের জেরে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের আগে চিকিৎসকের পরামর্শ নিল আইসিসি

Pulmonologist Randeep Guleria's Advices to ICC: পালমোনোলজিস্টের পরামর্শ নিল আইসিসি ৷ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচের আগে দিল্লির দূষণের কারণে পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ায় পরামর্শ নেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 9:10 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আদৌ কি খেলা সম্ভব হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রীড়ামহলে ৷ যা নিয়ে বেশ উৎকণ্ঠা বিসিসিআই এবং আইসিসি'র অন্দরমহলে ৷ কারণ একটাই, দিল্লির দূষণ ৷ আর তাই এবার বিখ্যাত পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ার পরামর্শ চাইল আইসিসি ৷ নির্ধারিত দিনে ও সময়ে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, সেই নিয়েই পরামর্শ চেয়েছে আইসিসি ৷

উল্লেখ্য, আগামী মঙ্গলবার পর্যন্ত দিল্লির দূষণের মাত্রা ভয়াবহ থাকবে ৷ এহেন পরিস্থিতিতে আগামিকাল ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, সোমবার সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররা ৷ পরিস্থিতি বিচার করেই দল নামানোর সিদ্ধান্ত নেবে আইসিসি'র আধিকারিকরা ৷ ক্রিকেটের গভর্নিং বডির তরফে বিপজ্জনক এই বায়ু দূষণ রোধ করতে স্টেডিয়ামের আশেপাশে জল ছিটিয়ে এবং ড্রেসিংরুমে এয়ার পিউরিফায়ার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ৷

আইসিসি'র এক সূত্র মারফৎ সংবাদসংস্থা পিটিআই'কে জানানো হয়েছে, "বিসিসিআই বিখ্যাত পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ার সঙ্গে দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনা করছে ৷ সোমবারের ম্যাচ নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এবং পরিস্থিতির উপর নজর রেখেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷" জানানো হয়েছে, চিকিৎসক গুলেরিয়ার তত্ত্বাবধানে দিল্লিতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের রাখা হয়েছে ৷ সেখানে প্রতিনিয়ত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে ৷

আরও পড়ুন:বিরাটের 49তম শতরানে আপ্লুত সচিন, শীঘ্রই তাঁর নজির ভাঙার আহ্বান

স্টেডিয়াম ও তার আশেপাশের এলাকায় বাতাসের গুণমানের সারাদিন পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি'র ওই সূত্র ৷ সেই মাত্রা পরবর্তী সময়ে চিকিৎসক রণদীপ গুলেরিয়া গ্রহণযোগ্য হিসাবে জানিয়েছে ৷ আগামিকাল বাতাসে দূষণের মাত্রা কমলে ম্যাচ করার সম্ভাবনা আরও বাড়বে ৷

ABOUT THE AUTHOR

...view details