নয়াদিল্লি, 5 নভেম্বর: সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আদৌ কি খেলা সম্ভব হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রীড়ামহলে ৷ যা নিয়ে বেশ উৎকণ্ঠা বিসিসিআই এবং আইসিসি'র অন্দরমহলে ৷ কারণ একটাই, দিল্লির দূষণ ৷ আর তাই এবার বিখ্যাত পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ার পরামর্শ চাইল আইসিসি ৷ নির্ধারিত দিনে ও সময়ে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, সেই নিয়েই পরামর্শ চেয়েছে আইসিসি ৷
উল্লেখ্য, আগামী মঙ্গলবার পর্যন্ত দিল্লির দূষণের মাত্রা ভয়াবহ থাকবে ৷ এহেন পরিস্থিতিতে আগামিকাল ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, সোমবার সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররা ৷ পরিস্থিতি বিচার করেই দল নামানোর সিদ্ধান্ত নেবে আইসিসি'র আধিকারিকরা ৷ ক্রিকেটের গভর্নিং বডির তরফে বিপজ্জনক এই বায়ু দূষণ রোধ করতে স্টেডিয়ামের আশেপাশে জল ছিটিয়ে এবং ড্রেসিংরুমে এয়ার পিউরিফায়ার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ৷