পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWC Trophy at Taj Mahal: তাজমহলের সামনে বিশ্বকাপের ট্রফি, সেলফির জন্য উৎসাহী পর্যটকদের ভিড়

ICC Cricket World Cup Trophy at Taj Mahal: তাজমহলের সামনে নিজের শোভা বাড়াতে হাজির বিশ্বকাপের ট্রফি ৷ আইসিসি-র ট্রফি ট্যুরে আজ আগরায় রাখা হয়েছে বিশ্বকাপ ৷ তাজের পাশাপাশি বিশ্বকাপ ট্রফি দেখার জন্যও প্রচুর আগ্রহ পর্যটকদের মধ্যে ৷

ICC CWC Trophy at Taj Mahal ETV BHARAT
ICC CWC Trophy at Taj Mahal

By

Published : Aug 16, 2023, 3:07 PM IST

Updated : Aug 16, 2023, 5:23 PM IST

তাজমহলে বিশ্বকাপের ট্রফি

আগ্রা, 16 অগস্ট: 18টি দেশ ঘুরে বিশ্বকাপ ট্রফি এখন ভারতে ৷ বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে থাকা বিভিন্ন শহরের পাশাপাশি ছোটবড় সব রাজ্যে ঘুরছে ট্রফি ৷ এবার পালা আগ্রার ৷ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের সামনে রাখা হয়েছে বিশ্বকাপের আসল ট্রফিটি ৷ আর সেই ট্রফি দেখতে ভিড় উপচে পড়েছে সেখানে ৷ তাজমহলে ঘুরতে আসা পর্যটক ছাড়াও, স্থানীয় উৎসাহী মানুষও সেখানে জমায়েত করছে ৷ সকলের একটাই দাবি, একবার বিশ্বকাপের দর্শন এবং ট্রফির সঙ্গে সেলফি তোলা ৷

আইসিসি 2023 বিশ্বকাপের আয়োজক ভারত ৷ ইতিমধ্যে দেশে এসে গিয়েছে বিশ্বকাপের আসল ট্রফি ৷ আর আজ সেটিকে রাখা হয়েছে আগরার তাজমহলের সামনে ৷ পিছনে শ্বেতশুভ্র তাজ আর তার সামনে উজ্জ্বল বিশ্বকাপ ৷ সেই দৃশ্য একবারের জন্য চাক্ষুষ করতে প্রচুর মানুষ সকাল থেকে ভিড় করছেন ৷ তাজমহল দেখতে আসা পর্যটকদের কাছে তো বিষয়টি পয়সা ওসুল ৷ তাজের দর্শনের পাশাপাশি, বিশ্বকাপের ট্রফি সামনে থেকে দেখতে পাওয়া এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন পর্যটকরা ৷

তবে, বিশ্বকাপের আসল ট্রফি হওয়ায় তাঁর একেবারে কাছে যেতে দেওয়া হচ্ছে না ৷ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশ্বকাপ ট্রফি রাখা হয়েছে ৷ সামনে রয়েছে একাধিক নিরাপত্তারক্ষী ৷ তাঁদের মাঝখান থেকেই কোনওরকমে সেলফি বা ছবি তুলছেন দর্শকরা ৷ আবার কোনও অতি উৎসাহী সেই নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘনের চেষ্টাও করছেন ৷ তৎক্ষণাৎ তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:বুমরার নেতৃত্বে স্বাধীনতা দিবসের সকালে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল

আগামী 5 অক্টোবর 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হচ্ছে ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ৷ ভারতের প্রথম ম্যাচ 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ চেন্নাইতে হবে সেই ম্যাচ ৷ এর পর 11 অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের সঙ্গে খেলবে ভারত ৷ 14 অক্টোবর হবে বিশ্বকাপের মেগা ক্ল্যাশ ভারত বনাম পাকিস্তান ৷ যে ম্যাচের টিকিটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি-কোটি ভারতবাসী ৷

Last Updated : Aug 16, 2023, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details