আগ্রা, 16 অগস্ট: 18টি দেশ ঘুরে বিশ্বকাপ ট্রফি এখন ভারতে ৷ বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে থাকা বিভিন্ন শহরের পাশাপাশি ছোটবড় সব রাজ্যে ঘুরছে ট্রফি ৷ এবার পালা আগ্রার ৷ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের সামনে রাখা হয়েছে বিশ্বকাপের আসল ট্রফিটি ৷ আর সেই ট্রফি দেখতে ভিড় উপচে পড়েছে সেখানে ৷ তাজমহলে ঘুরতে আসা পর্যটক ছাড়াও, স্থানীয় উৎসাহী মানুষও সেখানে জমায়েত করছে ৷ সকলের একটাই দাবি, একবার বিশ্বকাপের দর্শন এবং ট্রফির সঙ্গে সেলফি তোলা ৷
আইসিসি 2023 বিশ্বকাপের আয়োজক ভারত ৷ ইতিমধ্যে দেশে এসে গিয়েছে বিশ্বকাপের আসল ট্রফি ৷ আর আজ সেটিকে রাখা হয়েছে আগরার তাজমহলের সামনে ৷ পিছনে শ্বেতশুভ্র তাজ আর তার সামনে উজ্জ্বল বিশ্বকাপ ৷ সেই দৃশ্য একবারের জন্য চাক্ষুষ করতে প্রচুর মানুষ সকাল থেকে ভিড় করছেন ৷ তাজমহল দেখতে আসা পর্যটকদের কাছে তো বিষয়টি পয়সা ওসুল ৷ তাজের দর্শনের পাশাপাশি, বিশ্বকাপের ট্রফি সামনে থেকে দেখতে পাওয়া এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন পর্যটকরা ৷