নয়াদিল্লি, 31 মে : অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই ৷ তাই আগামিকাল মঙ্গলবার আইসিসি’র উচ্চপর্যায়ের বৈঠকে আরও একমাস সময় চেয়ে নেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের এসজিএম ছিল ৷ যেখানে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হয় ৷ বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতে টুর্নামেন্ট আয়োজন করা যাবে কি না, বা করা গেলেও কীভাবে তা হবে, এনিয়ে কোনও সিদ্ধান্ত বোর্ড কর্তারা নিতে পারেননি ৷
ভারতীয় বোর্ড সূত্রে খবর, আগামিকালের ভার্চুয়াল বৈঠকে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচে আইসিসি’র কাছে আরও একমাসের সময় চেয়ে নেবেন ৷ কারণ বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ৷ একমাস পর ছবিটা আরও একটু স্পষ্ট হবে ৷ তাই ভারতীয় বোর্ড পরিস্থিতি বুঝতে আরও একমাস সময় চেয়ে নিয়েছেন ৷