দুবাই, 25 সেপ্টেম্বর: ক্রিকেট বিশ্বকাপের পুরস্কারের বিস্তারিত বিবরণ প্রকাশ করল আইসিসি ৷ চ্যাম্পিয়ন, রানার-আপ, সেমিফাইনালে পরাজিত দল, গ্রুপ স্তরে বা রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেওয়া দল এবং রাউন্ড রবিন লিগের ম্যাচে জয়ী দল পুরস্কার বাবদ কত টাকা পাবে তা এদিন ঘোষণা করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ এবারের আইসিসি বিশ্বকাপ জয়ী দল পুরস্কার অর্থ হিসেবে 40 লক্ষ মার্কিন ডলার পাবে ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 33 কোটি 24 লক্ষ 24 হাজার 800 টাকা ৷
- এ দিন আইসিসি-র প্রকাশিত আর্থিক পুরস্কারের রাশি অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে 40 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 33 কোটি 24 লক্ষ 24 হাজার 800 টাকা)
- রানার-আপ দল পাবে 20 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 16 কোটি 62 লক্ষ 27 হাজার 800 টাকা)
- সেমিফাইনালে পরাজিত দুই দলের আর্থিক পুরস্কার 8 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 6 কোটি 64 লক্ষ 90 হাজার 280 টাকা)
- রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেওয়া ছয় দল পাবে 1 লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 83 লক্ষ10 হাজার 855 টাকা)
- আর রাউন্ড রবিন লিগে প্রতি ম্যাচে জয়ী দল পাবে 40 হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- 33 লক্ষ 24 হাজার 236 টাকা) ৷