পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC WC 2023: বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ইডেনে, ভারত-পাক দ্বৈরথ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই - India vs Pakistan World Cup Match

বিশ্বকাপ 2023-এর সূচি প্রকাশ করল আইসিসি ৷ 5 অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টদের দ্বৈরথ দিয়ে হবে মূলপর্বের সূচনা ৷ বিশ্বকাপে একটি সেমি-ফাইনাল ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স ৷ ফাইনাল হবে আগামী 19 নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷

ICC WC 2023 ETV BHARAT
ICC WC 2023

By

Published : Jun 27, 2023, 12:44 PM IST

Updated : Jun 27, 2023, 2:02 PM IST

দুবাই, 27 জুন: বিশ্বকাপ 2023-এর সূচি প্রকাশ করল আইসিসি ৷ যে সূচিতে দ্বিতীয় সেমিফাইনাল-সহ ইডেন গার্ডেন্স পেল মোট 5টি ম্যাচ ৷ তবে, ভারত বনাম পাকিস্তান ম্যাচ গেল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ৷ 15 অক্টোবর রবিবার মোতেরা স্পোর্টস কমপ্লেক্সে এই ম্যাচ আয়োজিত হবে ৷ প্রথম সেমিফাইনাল পেয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ 5 অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টদের দ্বৈরথ দিয়ে হবে মূলপর্বের সূচনা ৷ ফাইনাল ম্যাচ 19 নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ৷

গতকালই জানা গিয়েছিল ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপে একটি সেমিফাইনাল ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স ৷ আজ আইসিসি-র প্রকাশিত সূচিতেও সেটাই দেখা গেল ৷ 16 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ৷ আর সব মিলিয়ে মোট 5টি ম্যাচ পেয়েছে ইডেন ৷ যার মধ্যে লিগ স্টেজে 3টি বড় ম্যাচ পেয়েছে কলকাতা ৷ 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৷ 31 অক্টোবর পাকিস্তান বাংলাদেশ ও 12 নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে ৷

তবে, ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে পাকিস্তান আইসিসি-কে তাদের সূচি বদলের যে আবেদন করেছিল, তা মান্যতা পেল না ৷ বিসিসিআই-এর দেওয়া প্রাথমিক তালিকাকেই গুরুত্ব দিল আইসিসি ৷ 15 অক্টোবর রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে সেই ম্যাচ ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই ম্যাচটি কলকাতা অথবা চেন্নাইতে করার আবেদন জানিয়েছিল ৷ কিন্তু, সেটি মান্যতা পায়নি ৷ এর পিছনে আয়োজক বিসিসিআই তথা জয় শাহ-র বড় ভূমিকা রয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল ৷

আইসিসি প্রকাশিত বিশ্বকাপ 2023-এর সূচি

আরও পড়ুন:চুরি হওয়ার আশঙ্কায় কাপ লুকিয়ে রেখেছিল সংগঠকরা, অজানা গল্প শোনালেন শ্রেনিক শেঠ

ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে 8 অক্টোবর চেন্নাইতে ৷ 2019 বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়াকে লিগ পর্যায়ে 36 রানে হারিয়েছিল ভারত ৷ এরপর ভারতের দ্বিতীয় ম্যাচ 11 অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে ৷ এই ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ 15 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মহারণ ৷ তারপর 19 অক্টোবর পুণে সাহার সুব্রত রায় স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে খেলবে ভারত ৷ 22 অক্টোবর ধর্মশালায় হবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ৷ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হবে 29 অক্টোবর লখনউতে ৷

Last Updated : Jun 27, 2023, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details