পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC Revise CWC Fixtures: বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল আইসিসি, কবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে নিন

India vs Pakistan on 14th October in ICC CWC Revise Fixtures: বিশ্বকাপের পরিবর্তিত সূচিতে এগিয়ে আনা হল ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ৷ ভারতের আরও কয়েকটি ম্যাচের দিন বদল হয়েছে ৷

Image Courtesy: ANI Twitter
Image Courtesy: ANI Twitter

By

Published : Aug 9, 2023, 6:04 PM IST

Updated : Aug 9, 2023, 11:06 PM IST

দুবাই, 9 অগস্ট: বিসিসিআই-এর আবেদন মতো, নিরাপত্তার কারণে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলাচ্ছে, তা আগেই জানা গিয়েছিল ৷ সেই মতো আজ আইসিসি-র প্রকাশিত পরিবর্তিত বিশ্বকাপের সূচিতে একদিন এগিয়ে এল বিশ্বকাপের হাইভোল্টেজ এই ম্যাচ ৷ 15 অক্টোবরের বদলে 14 অক্টোবর মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি ৷ সেই সঙ্গে আরও 8টি ম্যাচের দিন বদল করা হয়েছে ৷ কালীপুজোর দিন নিরাপত্তা ব্যবস্থার সমস্যার কারণে কলকাতায় আয়োজিত ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচও একদিন এগিয়ে আনা হয়েছে ৷ বদলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ এগারোর বদলে 12 নভেম্বর হবে ৷

আইসিসি-র ঘোষিত পরিবর্তিত সূচি অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান ম্যাচ 15 অক্টোবরের বদলে 14 অক্টোবর হবে ৷ 15 তারিখ থেকে নবরাত্রি শুরু হওয়ায় নিরাপত্তার সমস্যার কারণে এই দিন বদল করা হয়েছে ৷ এর ফলে 14 অক্টোবর দিল্লিতে আয়োজিত ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ 24 ঘণ্টা পিছিয়ে 15 অক্টোবর করা হয়েছে ৷ অন্যদিকে, 12 অক্টোবর হায়দরাবাদে হওয়ার কথা ছিল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে ৷ সেটি 10 অক্টোবর করা হয়েছে ৷

সেখানে লখনউয়ে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার 13 অক্টোবরের ম্যাচ 12 অক্টোবর হবে ৷ 14 অক্টোবর বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ ৷ সেটি একদিন এগিয়ে 13 অক্টোবর করা হচ্ছে ৷ অন্যদিকে, ধর্মশালায় ইংল্যান্ড বনাম বাংলাদেশের দিনরাতের ম্যাচের সময় বদলে দিনের বেলা সাড়ে 10টা থেকে করা হয়েছে ৷

আরও পড়ুন:একশোটি আন্তর্জাতিক ছয়, বিরাট-রোহিতদের সরণিতে স্কাই

অন্যদিকে, কালীপুজোর দিন ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নিরাপত্তার কারণে একদিন এগিয়ে আনা হয়েছে ৷ রবিবার 12 নভেম্বরের ডবল হেডার ম্যাচ ছিল ৷ কিন্তু, কালীপুজো ও দিওয়ালির কারণে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ 11 নভেম্বর বেলা 2টো থেকে কলকাতায় হবে ৷ আর ওইদিন সকাল সাড়ে 10টা থেকে পুণেতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচ আয়োজিত হবে ৷ বদলে 11 নভেম্বরের ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ একদিন পিছিয়ে 12 তারিখ বেঙ্গালুরুতে খেলা হবে ৷

Last Updated : Aug 9, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details