দুবাই, 9 অগস্ট: বিসিসিআই-এর আবেদন মতো, নিরাপত্তার কারণে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলাচ্ছে, তা আগেই জানা গিয়েছিল ৷ সেই মতো আজ আইসিসি-র প্রকাশিত পরিবর্তিত বিশ্বকাপের সূচিতে একদিন এগিয়ে এল বিশ্বকাপের হাইভোল্টেজ এই ম্যাচ ৷ 15 অক্টোবরের বদলে 14 অক্টোবর মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি ৷ সেই সঙ্গে আরও 8টি ম্যাচের দিন বদল করা হয়েছে ৷ কালীপুজোর দিন নিরাপত্তা ব্যবস্থার সমস্যার কারণে কলকাতায় আয়োজিত ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচও একদিন এগিয়ে আনা হয়েছে ৷ বদলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ এগারোর বদলে 12 নভেম্বর হবে ৷
আইসিসি-র ঘোষিত পরিবর্তিত সূচি অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান ম্যাচ 15 অক্টোবরের বদলে 14 অক্টোবর হবে ৷ 15 তারিখ থেকে নবরাত্রি শুরু হওয়ায় নিরাপত্তার সমস্যার কারণে এই দিন বদল করা হয়েছে ৷ এর ফলে 14 অক্টোবর দিল্লিতে আয়োজিত ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ 24 ঘণ্টা পিছিয়ে 15 অক্টোবর করা হয়েছে ৷ অন্যদিকে, 12 অক্টোবর হায়দরাবাদে হওয়ার কথা ছিল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে ৷ সেটি 10 অক্টোবর করা হয়েছে ৷