হায়দরাবাদ, 19 জানুয়ারি: সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দ্বিশতরান করে ইতিহাস গড়েছেন শুভমান গিল ৷ মাত্র 149 বলে 19টি চার এবং 9টি ছক্কা দিয়ে সাজানো 208 রানের দুর্দান্ত একটি ইনিংস বুধবার উপহার দেন তিনি ৷ তাঁর এই রেকর্ড নিয়ে বলতে গিয়ে শুভমান বলেন, "আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম (মাঠে) নামার জন্য এবং আমি যা করতে চাই সেটা করার জন্য ৷" পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, "যখন একদিকে উইকেট পড়ছে আমি চেয়েছিলাম খুলে খেলতে আর আমি খুশি যে শেষ পর্যন্ত আমি এটা করছি (Shubman Reaction on His Double Century)৷"
শুভমান এদিন 150 থেকে 200 রানের মাইলস্টোন ছুঁতে খেলেছেন মাত্র 23টি বল ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "কখনও কখনও বোলাররা (আপনার ওপর) চড়াও হতে শুরু করে, তখন খুব দরকার তাঁদের চাপে রাখা ৷ আমি ভেবেই নিয়েছিলাম আমাকে ডট বল কম খেলতে হবে আর গ্যাপ খুঁজে নিয়ে জোরদার শট খেলতে হবে (Gill says he wanted to make bowlers feel pressure)৷"
শুভমান জানান,"আমি আদতেই 200 করার কথা ভাবছিলাম না ৷ কিন্তু যখন আমি 47তম ওভারে ছয়টা মারি আমার মনে হয়েছিল আমি পারব ৷ তার আগে পর্যন্ত আমার কাছে যেমন বল আসছিল আমি শুধু তেমনই খেলছিলাম ৷" মাত্র 23 বছর 132 দিন, এখনও পর্যন্ত এর চেয়ে কম বয়সে পুরুষদের ওয়ান ডে ক্রিকেটে কেউ দ্বিশতরান করেননি ৷ কয়েকদিন আগে 24 বছর বয়সি ঈশান কিশান (24 বছর 145 দিন) বাংলাদেশের বিরুদ্ধে 210 রানের ইনিংস খেলেছিলেন ৷ এদিন বয়সের ক্ষেত্রে তাঁকেও ছাপিয়ে গেলেন তিনি ৷