পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আমি কখনই চমৎকারের আশা ছাড়িনি, জানালেন অজিদের বিশ্বকাপ জয়ের কারিগর লাবুশেন - অজিদের বিশ্বকাপ জয়ের কারিগর লাবুশেন

World Cup Final 2023: ট্রাভিস হেডের সঙ্গে তাঁর 192 রানের পার্টনারশিপে ভর করে ষষ্ঠ বিশ্বকাপ খেতাব জিতেছে অস্ট্রেলিয়া ৷ মিডল-অর্ডার ব্যাটার মার্নস লাবুশেনের 58 রানের অপরাজিত অ্যাংকার ইনিংসে অজিদের জয়ের ভিত তৈরি করেন তিনি ৷

Iamge Courtesy: Marnus Labuschagne X
Iamge Courtesy: Marnus Labuschagne X

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 6:40 PM IST

আমেদাবাদ, 20 নভেম্বর: 241 রান তাড়া করতে নেমে একটা সময় 47 রানে 3 উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া ৷ কিন্তু, মার্নস লাবুশেন কখনই আশা ছাড়েননি ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকারে এমনটাই জানালেন অজি মিডল-অর্ডার ব্যাটার ৷ তাঁর কথায়, চমৎকারে বিশ্বাস না রাখা ছাড়া তাঁর কোনও উপায় ছিল না ৷ কিন্তু, তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন ৷ কারণ, সেই সময় দু’দিক থেকেই জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি আগুন ঝড়াচ্ছিলেন বলহাতে ৷ সেই কঠিন পরিস্থিতি সামলে 110 বলে 58 রানের অপরাজিত ইনিংস খেলেন মার্নস ৷

সাক্ষাৎকারে মার্নস লাবুশেন বলেন, ‘‘চমৎকারে বিশ্বাস রাখা ছাড়া আমার উপায় ছিল না ৷ সেখান যে কোনও একজনকে দাঁড়িয়ে থেকে সবটা গোছাতে হত ৷’’ এই বিশ্বকাপে 10 ইনিংসে 40.22 গড়ে 362 রান করেছেন মার্নস ৷ ফাইনাল-সহ টুর্নামেন্টে মোট তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ গতকাল তাঁর এবং ট্রাভিস হেডের 192 রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় নিশ্চিত করে ৷ হেড 120 বলে 137 রান করেন ৷ তিনি ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন ৷

মার্নস লাবুশেন উলটো দিক থেকে উইকেটে না দাঁড়ালে, নিজের স্বাভাবিক স্ট্রোক-প্লে চালিয়ে যেতে পারতেন না হেড ৷ তবে, ফাইনালের দলে তিনি খেলবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল ৷ লাবুশেন জানান, ‘‘গত রাতে 10টার সময়ও দল ঘোষণা হয়নি ৷ জানতাম না, আমি খেলছি কিনা ৷ আমি হোটেলের খাটে বসেছিলাম ৷ আর ভাবছিলাম, যদি দলে সুযোগ না পাই, তাহলে কীভাবে দলে নিজের অবদান রাখব ? হয়তো ফিল্ডিং করে ৷’’

রাত 10টা 15 মিনিটে টিম ম্যানেজমেন্ট থেকে একটি মেসেজ পাঠানো হয় প্লেয়ারদের ৷ সেখানেই বলা হয়, সেমিফাইনালের দল অপরিবর্তিত রেখেই ফাইনালে টিম নামানো হবে ৷ সেই মেসেজটি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি ৷ বাকিটা ইতিহাস ৷ ভারতকে 6 উইকেটে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ৷ চারজন বোলার খেলিয়ে এবং অসাধারণ গ্রাউন্ড ফিল্ডিংয়ে ভারতকে 240 রানে আটকে দেয় অজিরা ৷ বাকিটা সামলে নেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বির্তক
  2. এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক

ABOUT THE AUTHOR

...view details