মুম্বই, 1 মে : "আই নেভার ক্লেমড টু বি ভেগান ৷" ডায়েট প্রসঙ্গে সমালোচকদের জবাব দিলেন বিরাট কোহলি ৷ সাধারণত টুইট করে সমালোচনকদের চুপ করাতে দেখা যায় না তাঁকে ৷ কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ৷ বলে দিলেন, তিনি যে ভেগান এমন দাবি কখনই করেননি ৷
ফিটনেসই তাঁর কাছে শেষ কথা ৷ 22 গজে বিরাট কোহলির সাফল্যের অন্যতম কারণ তাঁর অসাধারণ ফিটনেস ৷ তাই ক্যাপ্টেন কোহলির ডায়েট নিয়ে সবার আগ্রহ ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের কাছে প্রশ্নোত্তরের পর্ব রেখেছিলেন বিরাট ৷ যা খুশি প্রশ্ন করার অধিকার দিয়েছিলেন ৷ তখনই ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে কোহলির পাতে কী থাকে তা জানতে চেয়েছিলেন এক অনুরাগী ৷ উত্তরে বিরাট লেখেন, "প্রচুর সবজি, কয়েকটি ডিম, 2 কাপ কফি, কিনোয়া, অনেকটা পালং শাক ৷ ধোসাও ভালবাসি ৷" বহুদিন হল বিরাট ও অনুষ্কা দুজনই নিরামিষ খান ৷ বহু সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন তাঁরা ৷ বিরাট নাকি প্রাণীজাত খাবার যেমন, দুধ-ডিম ছুঁয়েও দেখেন না ৷ ফলে কোহলির ডায়েটে ডিমের উল্লেখ দেখেই চোখ কপালে উঠেছিল অনুরাগীদের ৷ একজন ভেগানের ডায়েটে কীভাবে ডিম এল তা বুঝতে পারছিলেন না তাঁরা ৷ স্বাভাবিকভাবেই বিতর্ক উঠতে থাকে ৷