কলকাতা, 21 ডিসেম্বর: ইডেনের সবুজ পিচে শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)-এর স্পিনের ভেল্কি ৷ 5 উইকেট নিলেন বাঁ-হাতি এই অলরাউন্ডার ৷ তাতেই কুপোকাত হিমাচল প্রদেশ (HP are in trouble at the end of day 2 against Bengal) ৷ প্রথম ইনিংসে বাংলার 310 রানের জবাবে মাত্র 130 রানে গুটিয়ে গেল হিমাচল ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো জায়গায় রয়েছেন বাংলা ৷ ফলে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে মনোজরা (Bengal in Driving Seat at End of Day 2) ৷ অন্যদিকে, ইডেনে প্রথমবার 5 উইকেট পেয়ে শাহবাজ নিজেও খুশি ৷ জানালেন, এই 5 উইকেট তাঁর কেরিয়ারে নতুন পালক যোগ করেছে ৷
গতকাল অনুষ্টুপ মজুমদারের 159 রানের ইনিংসে ভর করে 9 উইকেটে 310 রান করে বাংলা ৷ আজ সকালে ওই স্কোরেই আউট হন অনুষ্টুপ ৷ 310-এর জবাবে শুরু থেকেই চাপে ছিল হিমাচল প্রদেশের ব্যাটাররা ৷ ইডেনের সবুজ উইকেটে শুরুতেই শাহবাজকে নিয়ে আসেন অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নেন শাহবাজ ৷ তিনি 5 উইকেট নিয়েছেন ৷ প্রথম ম্যাচের সেরা ঈশান পোড়েল 2 উইকেট নিয়েছেন ৷ আকাশদীপও 2টি উইকেট নেন ৷ মাত্র 130 রানে গুটিয়ে যায় হিমাচলের ইনিংস ৷ হিমাচলের প্রশান্ত চোপড়া একাই 71 রান করেন ৷