কলকাতা, 20 অক্টোবর: লক্ষ্মীপুজোর দিন কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ চলতি বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল-সহ মোট 5টি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স ৷ এই সব ম্যাচের অনলাইনে কাটা টিকিটের হার্ডকপি কীভাবে পাবেন ? কোথা থেকে পাবেন দর্শকরা ? সেই নিয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএবি ৷
28 অক্টোবর লক্ষ্মীপুজোর দিন ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ৷ এই ম্যাচ নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে আগ্রহ কম ৷ তবে, পদ্মাপার থেকে গঙ্গাপারে খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের সংখ্যাটা কম হবে না ৷ ভারত ছাড়া বিশ্বকাপের অন্য ম্যাচের টিকিটের চাহিদা অনেকটাই কম ৷ তবে কলকাতায় টিকিটের চাহিদা কিছুটা রয়েছে ৷ অনেক আগেই অনলাইনে টিকিট প্রায় শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু, টিকিট কাটলেই তো হবে না ? টিকিটটা হাতে পাওয়া যাবে কীভাবে ?
পাশাপাশি সিএবি-র প্রচুর সদস্য রয়েছেন ৷ তাঁরা কীভাবে টিকিট পাবেন ? তা নিয়েই বিজ্ঞপ্তি দিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন, অনলাইনে তিরিশ শতাংশ টিকিট ছাড়ার ব্যাপারে তাদের মত ছিল না ৷ কারণ, অনেক বাধ্যবাধকতা রয়েছে সিএবি-র ৷ তবে, সিএবি অনুমোদিত ক্লাব এবং প্রাক্তন আর্ন্তজাতিক ক্রিকেটারদের স্বার্থ রক্ষার বিষয়টি তারা মাথায় রাখবেন ৷ সেইমত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৷