নয়াদিল্লি, 10 অক্টোবর: বুধবার আফগানদের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ৷ যে ম্যাচে ইতিমধ্যে প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, কম্বিনেশন কী হবে ? তা নির্ভর করছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচের চরিত্র দেখে ৷ তবে, বুধবারের এই ম্যাচে আরও একটি আকর্ষণ রয়েছে ৷ যা হল বিরাট কোহলির ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা ৷ যে মাঠে ঘরোয়া ক্রিকেট খেলে বড় হয়েছেন, সেখানই এবার বিশ্বকাপের মতো মঞ্চে নামছেন ৷
এ নিয়ে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, পুরনো অনেক স্মৃতি রয়েছে এই মাঠে ৷ পূর্বতন ফিরোজ শাহ কোটলার মাঠের সেই স্মৃতিগুলি ফের ভেসে উঠবে বলে জানান মর্ডান-ডে গ্রেট ৷ সেইসঙ্গে প্লেয়ার ড্রেসিং রুমে যে প্যাভিলিয়ন সেটিও বিরাট কোহলির নামে তৈরি করা হয়েছে ৷ আর সেই প্যাভিলিয়ন থেকে মাঠে নামবেন বিরাট ৷ যা তাঁর কাছে খুবই অস্বস্তিকর করে জানিয়েছেন বিরাট ৷ তবে, সে সব নিয়ে ভাবতে নারাজ ‘চেজ মাস্টার’ ৷ বরং বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ জেতাই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের ৷
দিল্লি ম্যাচে আরও একটি সুযোগ পেতে চলেছেন ঈশান কিষাণ ৷ এমনকি পাকিস্তানের বিরুদ্ধে আমেদাবাদেও শুভমন গিলের খেলা অনিশ্চিত ৷ ডেঙ্গিতে কাহিল শুভমনকে হাসপাতালে ভরতি করাতে হয়েছিল ৷ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷ কিন্তু, 14 অক্টোবরের ম্যাচ খেলার মতো ফিটনেস তাঁর নেই ৷ ফলে, 22 অক্টোবর ধরমশালায় নিউজিল্যান্ড ম্যাচে তাঁর ফিরে আসার একমাত্র সম্ভাবনা রয়েছে ৷ তবে, সেটা পুরোপুরি শুভমনের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে ৷