ফ্লোরিডা, 14 অগস্ট: ভারতের হারের জন্য তিনি দায়ী ৷ 5 ম্যাচের টি-20 সিরিজ 3-2 হারের পর স্বীকারোক্তি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৷ তাঁর ছন্দে না-থাকা এবং মন্থর ব্যাটিংয়ের কারণে 10 ওভারের পর ভারত ম্যাচ থেকে ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ উল্লেখ্য, ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 165 রান তোলে ভারতীয় দল ৷ 2 ওভার বাকি থাকতে মাত্র 2 উইকেট হারিয়ে 171 রান তুলে ম্যাচ ও সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ৷
রবিবারের ম্যাচে 18 বলে 14 রান করেন হার্দিক ৷ যে ইনিংসে আউট হওয়ার আগে মাত্র এক ছয় মেরেছিলেন ভারতের টি-20 দলের অধিনায়ক ৷ তার আগে প্রথম 16 বলে পঞ্চাশের স্ট্রাইকরেটে মাত্র 8 রান করেছিলেন ৷ তাঁর মন্থর ব্যাটিংয়ের কারণেই ভারত 10 ওভারের পর থেকে ক্রমশ ম্যাচ থেকে দূরে সরে যায় ৷ তা স্বীকারও করে নিয়েছেন হার্দিক ৷ তিনি বলেন, ‘‘আমরা শেষের 10 ওভারের সময়ে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিলাম ৷ যে সময় আমি নেমেছিলাম, সেখান থেকে আমি সুযোগটাকে কাজে লাগাতে পারিনি ৷ আর আমি অনেক সময় নিয়ে ফেলেছিলাম ৷ কিন্তু, সেটাকে বড় ইনিংসে রূপান্তর করতে ব্যর্থ হয়েছি ৷’’