পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Heath Streak: মৃত্যুশয্যায় লড়লেও স্ট্রিক ছন্দেই রয়েছেন, গুজব উড়িয়ে জানাল পরিবার - মৃত্যুশয্যায় লড়লেও স্ট্রিক ছন্দেই রয়েছেন

স্টেজ ফোর কোলন ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিক ৷ তবে সংকটজনক নন, বরং ছন্দেই রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ৷ গুজব উড়িয়ে এক বিবৃতি মারফৎ জানাল তাঁর পরিবার ৷

Etv Bharat
মৃত্যুশয্যায় লড়লেও স্ট্রিক ছন্দেই রয়েছেন

By

Published : May 14, 2023, 2:06 PM IST

জোহানেসবার্গ, 14 মে: ক্যানসারে আক্রান্ত জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক ৷ তিনি এতটাই অসুস্থ যে কোনও মিরাকল ছাড়া তাঁকে বাঁচানো সম্ভব নয় ৷ শনিবার ইন্টারনেটে এই খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠা গ্রাস করে ক্রিকেটমহলে ৷ স্ট্রিকের জন্য প্রার্থনা করতে থাকেন অনুরাগীরা ৷ তবে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটারের কাছে পৌঁছে অন্য কথা শোনাল তাঁর পরিবার ৷ শনিবার এক বিবৃতিতে ক্রিকেটারের পরিবার লিখেছে, "খেলার মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে যেমন লড়াই করতেন, এই রোগের সঙ্গেও হিথ তেমনই লড়াই করছেন ৷ তিনি এখনও পর্যন্ত ছন্দেই রয়েছেন ৷"

পাশাপাশি কঠিন সময়ে স্ট্রিকের আরোগ্য কামনাকারীদের ধন্যবাদও জ্ঞাপন করেছে প্রাক্তন ক্রিকেটারের পরিবার ৷ অফিসিয়াল কোনও বিবৃতি ছাড়া স্ট্রিকের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য খবরে বিশ্বাস করতেও নিষেধ করা হয়েছে পরিবারের তরফে ৷ গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানানো হয়, ক্যানসার আক্রান্ত হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ৷ এরপরই পরিবারের এই বিবৃতি ৷

তবে সংবাদমাধ্যমের রিপোর্ট উদ্বেগ বাড়ানোর আগে 49 বছর বয়সি প্রাক্তন তারকার শারীরিক অবস্থা সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করেন জিম্বাবোয়ের শিক্ষামন্ত্রী ডেভিড কলটার্ট এবং সাংবাদিক মাইক মাডোডা ৷ মাডোডা লেখেন, "হিথ স্ট্রিক তাঁর জীবনের শেষ ধাপে পৌঁছে গিয়েছেন ৷ ব্রিটেন থেকে তাঁর পরিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছে ৷ অলৌকিক কিছুই এখন ওঁকে বাঁচাতে পারে ৷ প্রার্থনা করুন ৷" সে দেশের মন্ত্রীর টুইটও ছিল ভীষণ উদ্বেগপূর্ণ ৷ তবে পরিবারের বিবৃতিতে সেই উদ্বেগ অনেকটাই কমল বলা যায় ৷

আরও পড়ুন:তাঁর ছদ্মবেশে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ! পুলিশে অভিযোগ দায়ের সচিনের

জানা গিয়েছে, দেশের জার্সিতে 189টি ওয়ান ডে এবং 65টি টেস্ট ম্যাচ খেলা হিথ স্ট্রিক স্টেজ ফোর কোলন এবং লিভার ক্যানসারের সঙ্গে লড়ছেন ৷ জোহানেসবার্গের হাসপাতালে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে প্রসিদ্ধ ওঙ্কোলজিস্টের অধীনে চিকিৎসা চলছে তাঁর ৷ কিংবদন্তির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সিন উইলিয়ামসও ৷ একটি জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইটকে তিনি বলেন, "হিথ আমার মেন্টর ৷ আমার কেরিয়ার আমার জীবন বাঁচিয়েছেন উনি ৷ ওনার সুস্থতা কামনা করছি শুধু ৷"

ABOUT THE AUTHOR

...view details