হারারে, 23 অগস্ট: জীবিত এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা জিম্বাবোয়ে অধিনায়ক হিথ স্ট্রিক ৷ তাঁর মৃত্যুর খবর ভুয়ো বলে জানালেন, হেনরি ওলোংগা ৷ প্রাক্তন এই জিম্বাবোয়ে পেসারই প্রথম হিথ স্ট্রিকের মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তিনিই পরবর্তী সময়ে স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন টুইটারে ৷ হিথ স্ট্রিক নিজে পরবর্তী সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানান, তাঁর মৃত্যুর খবর ভুয়ো ৷
হেনরি ওলোংগা নিজের ভুল শুধরে দ্বিতীয় পোস্টে লেখেন, ‘‘আমি নিশ্চিত হয়ে জানাচ্ছি যে হিথ স্ট্রিকের মৃত্যুর ভুয়ো খবর অতিরঞ্জিতভাবে ছড়ানো হয়েছিল ৷ আমি ওর থেকেই এটা শুনলাম ৷ তৃতীয় আম্পায়ার ওকে মাঠে ফিরিয়ে এনেছে ৷ বন্ধুরা ও খুব ভালোভাবে বেঁচে রয়েছে ৷’’ যদিও, ওলোংগার পোস্ট থেকেই প্রথম হিথ স্ট্রিকের মৃত্যুর ভুয়ো খবর প্রচার গয় ৷ এর পর ধীরে ধীরে জিম্বাবোয়ে এবং আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন প্রাক্তন সোশাল মিডিয়ায় এই খবরটি পোস্ট করেন ৷ যার জেরে বিষয়টি আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে লোকজনের কাছে ৷ তবে, হিথ স্ট্রিক নিজে ওলোগাংকে নিজের জীবিত থাকার খবর জানান ৷ দু’জনের মধ্যে হওয়া সেই হোয়াটসঅ্যাপ বার্তাও ওলোগাং সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷