পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit on captaincy : নেতৃত্বে 'বিরাট' বদলের পক্ষপাতি নন রোহিত - নেতৃত্ব প্রসঙ্গে রোহিত শর্মা

নতুন দায়িত্ব পেয়েই সবকিছু বদলাতে চান না ভারতীয় দলের নয়া অধিনায়ক রোহিত শর্মা ৷ বরং যেভাবে দল চলছিল সেভাবেই এগিয়ে নিয়ে যেতে চান (Rohit on captaincy) ৷

Rohit-Virat
Rohit-Virat

By

Published : Feb 5, 2022, 10:14 PM IST

আমেদাবাদ, 5 ফেব্রুয়ারি : আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে ম্যাচ অনেকাংশেই গুরুত্বপূর্ণ ৷ রবিবাসরীয় আমেদাবাদে 1000তম ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত ৷ এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা ৷ এর পাশাপাশি প্রথমবার পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা ৷ হিটম্যানের নেতৃত্বে খেলবেন কোহলি ৷ তার আগে রোহিতের কাছে নেতৃত্বের ধরণ নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল ৷ উত্তরে হিটম্যান বললেন, যেভাবে দল চলছে আগামী দিনেও সেভাবেই চলবে ৷ বিরাট যেখানে ছেড়ে গিয়েছেন, সেখান থেকেই দলকে এগিয়ে নিয়ে যেতে চান ৷ এছাড়া দলের সদস্যদের কাছে স্বচ্ছতা বজায় রাখতে চান তিনি (Rohit on captaincy ) ৷

গতবছর ওয়ান ডে ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে ৷ পরিবর্তে রোহিত শর্মাকে অধিনায়ক বেছে নেয় বিসিসিআই ৷ চোট না থাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেই নেতৃত্ব দিতে পারতেন ৷ তা সম্ভব না হওয়ায় ঘরের মাঠে রবিবার মেন ইন ব্লু-র পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে হিটম্যানের ৷ যেটা আবার ভারতের এক হাজারতম ম্যাচ ৷

মাইলস্টোন ম্যাচে নামার আগে রোহিত বললেন, যখন বিরাট অধিনায়ক ছিল তখন আমি ছিলাম সহ অধিনায়ক ৷ এমন নয় যে আমি এসেই সব বদলে দেব ৷ বিরাট যেখানে ছেড়ে গিয়েছে আমাকে সেখান থেকে শুরু করতে হবে ৷ দলের কাছ থেকে প্রত্যাশাটা কী তা সবাই জানে ৷ আমরা যেভাবে খেলছি, সেভাবেই খেলব ৷ খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই ৷ শুধু মানিয়ে নেওয়া এবং নতুন নতুন বিষয় চেষ্টা করে দেখার কথা হচ্ছে ৷

আরও পড়ুন : India vs England Final : ছোটদের বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল, টস হারল ভারত

তিনি আরও বলেন, "নিজেদের দায়িত্ব বোঝাটা খুব গুরুত্বপূর্ণ ৷ এই জায়গাতেই মনোযোগ দিতে চাই ৷ ওদের থেকে প্রত্যাশা কতটা সেই বিষয়ে স্বচ্ছ ধারণার প্রয়োজন ৷ এখন থেকে সেটাই আমাকে করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details