দুবাই, 13 মার্চ: রবীন্দ্র জাদেজাকে পিছনে ফেলে ফেব্রুয়ারি মাসের ‘আইসিসি ক্রিকেটার অফ দ্য মান্থ’ খেতাব জিতলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (Harry Brook Wins ICC Player of Month Award) ৷ ফেব্রুয়ারি মাসের মনোনয়নে ব্রুক এবং জাদেজা ছাড়াও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোতি ৷ মহিলা ক্রিকেটার অফ দ্য মান্থ হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ৷ হ্যারি ব্রুক দ্বিতীয়বার কোনও মাসে আইসিসি-র সেরা ক্রিকেটারের খেতাব জিতলেন ৷ এর আগে বাবর আজম 2 বার কোনও মাসে আইসিসি-র সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ৷
নিউজিল্যান্ডের ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ব্রুক ৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ড 15 বছর পর কিউয়িদের ঘরের মাঠে কোনও টেস্ট ম্যাচ জিতেছিল ৷ এর আগে 2022 ডিসেম্বরেও আইসিসি-র 'প্লেয়ার অফ দ্য মান্থ' নির্বাচিত হয়েছিলেন ব্রুক ৷ অর্থাৎ, ফেব্রুয়ারিতে সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটল ৷ গত ডিসেম্বরে হ্যারি ব্রুক প্রথম আইসিসি 'প্লেয়ার অফ দ্য মান্থ' খেতাব জিতেছিলেন ৷