পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IndW vs AusW : হরমনপ্রীতকে ছাড়াই ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে নামছেন মিতালিরা

ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে হতে চলেছে মহিলা ক্রিকেটে দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট ৷ এর আগে প্রথম মহিলাদের ডে-নাইট টেস্ট হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। 2017 সালের 9-12 নভেম্বর সিডনির সেই টেস্ট ড্র হয়েছিল। অস্ট্রেলিয়া একমাত্র দেশ হিসেবে মহিলাদের ক্রিকেটে দু'টি দিন-রাতের টেস্ট খেলতে চলেছে ৷

IndW vs AusW
হরমনপ্রীতকে ছাড়ায় ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে নামছে মিতালিরা

By

Published : Sep 29, 2021, 6:25 PM IST

গোল্ড কোস্ট, 29 সেপ্টেম্বর : 15 বছর পর ফের টেস্টের 22 গজের যুদ্ধে ফিরছে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলাবিগ্রেড ৷ তাও এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ৷ কারণ প্রথম ডে-নাইট টেস্ট খেলতে নামছে ভারতীয় মহিলা দল ৷ তবে চোটের কারণে পিঙ্ক বল টেস্টে মাঠে নামতে পারছেন না হরমনপ্রীত কউর ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর তৃতীয় দেশ হিসেবে মহিলা ক্রিকেটে ডে-নাইট টেস্টে মাঠে নামছে ভারত।

বৃহস্পতিবার গোল্ড কোস্টে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া ৷ ঐতিহাসিক এই টেস্টে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ ৷ অস্ট্রেলিয়া দলের ডে-নাইট টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও এটাই ভারতীয় মহিলা দলের প্রথম পিঙ্ক বল টেস্ট ৷ তবে ভারতের জন্য খারাপ খবর আঙুলের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না হরমনপ্রীত কউর ৷ বুধবার প্রাক্ ম্যাচ সাংবাদিক বৈঠকে একথা জানান ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ ৷

আঙুলের চোটের কারণে অস্ট্রলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজেও খেলেননি হরমনপ্রীত ৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ 2-1 জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ সিরিজ হারলেও শেষ ওয়ান ডে জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন মিতালিরা ৷ অস্ট্রেলিয়া এর আগে একটি মাত্র ডে-নাইট টেস্ট খেলেছে ৷ তবে তা চার বছর আগে, 2017 সালে নভেম্বরে ৷

আরও পড়ুন :ব়্যাঙ্কিংয়ে পিছলেন মিতালি, এগোলেন ঝুলন

তবে ভারত-অস্ট্রেলিয়া মহিলা দল শেষবার টেস্টে মুখোমুখি হয়েছিল 2006 সালে ৷ বর্তমান দলের মাত্র দু'জন ক্রিকেটার মিতারি রাজ ও ঝুলন গোস্বামী সেই টেস্টে খেলেছিলেন ৷ 15 বঠর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিতালি ৷ চলতি বছরে এটাই ভারতীয় মহিলা দলের দ্বিতীয় টেস্ট ৷ শেষ টেস্ট খেলেছেন জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই টেস্ট ড্র করেছিল ভারত ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই টেস্ট দিয়ে সাত বছর পর দীর্ঘতম ফরম্যাটে ফিরেছিলেন মিতালিরা ৷

ABOUT THE AUTHOR

...view details