পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Harmanpreet Joins MI Camp: বিশ্বকাপের ধাক্কা ভুলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ হরমনপ্রীতের - হরমনপ্রীত কৌর

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur Joined MI) ৷ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারত ৷ সেই হারের ধাক্কা কাটিয়ে এবার উইমেনস প্রিমিয়র লিগের জগতে ঢুকে পড়লেন তিনি ৷

Harmanpreet Kaur Joined MI ETV BHARAT
Harmanpreet Kaur Joined MI

By

Published : Feb 26, 2023, 8:56 PM IST

মুম্বই, 26 ফেব্রুয়ারি: আগামী 4 মার্চ শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়র লিগ (WPL 2023)-এর প্রথম সিজন ৷ তার আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur Joins Mumbai Indians Camp), যিনি মুম্বই ফ্র্যাঞ্চাইজিকেও নেতৃত্ব দেবেন প্রথম সংস্করণে ৷ মহিলা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটাররা উইমেনস প্রিমিয়র লিগে প্রবেশ করছেন ৷ এদিন এমআই এর আপার পরে হরমনপ্রীতের ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া টিম ৷

উল্লেখ্য, গতকালই মুম্বই ইন্ডিয়ান্স উইমেনস প্রিমিয়র লিগে তাদের জার্সি উন্মোচন করেছে ৷ নীলের উপর গোল্ডেন স্ট্রাইপ ছাড়াও, কমলা রঙ যোগ করা হয়েছে জার্সিতে ৷ ইতিমধ্যেই, হেড কোচ শার্লট এডওয়ার্ডস, বোলিং কোচ ঝুলন গোস্বামীর অধীনে অনুশীলন শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা ৷ এবার হরমনপ্রীত-সহ ভারতীয় ক্রিকেটাররাও শিবিরে যোগ দিলেন ৷ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে আগামী 4 মার্চ ৷ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে ৷

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং টিমে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডস ছাড়াও রয়েছেন, টিম মেন্টর তথা বোলিং কোচ ঝুলন গোস্বামী এবং ব্যাটিং কোচ দেবিকা পালশিকর ৷ ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে মুম্বই 1.80 কোটি দরে নিয়েছেন ৷ ইংল্যান্ডের অলরাউন্ডার নাতালিয়া সিভারকে 3.20 কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন:টি-20 বিশ্বকাপ জয়ের দ্বিতীয় হ্যাটট্রিকের লক্ষ্যে অজিরা, প্রতিপক্ষ নবাগত প্রোটিয়াস

উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজন শুরু হচ্ছে 5টি দল নিয়ে ৷ মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত জায়েন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিওয়ার্স ৷ 23 দিন ধরে চলা টুর্নামেন্টের প্রথম সিজনে মোট 20টি লিগ ম্যাচ হবে ৷ হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিটি দল 8টি করে ম্যাচ খেলবে ৷ প্রথম সিজনের ম্যাচগুলি মুম্বইয়ের সিসিআই-এর ব্রের্বোন ও নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ৷ রাউন্ড রবিন নিয়মে প্রথম তিনটি দল প্লে-অফে কোয়ালিফাই করবে ৷ সেখানে পয়লা নম্বর দল সরাসরি ফাইনাল খেলবে 26 মার্চ ৷ দুই ও তিন নম্বর দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ খেলা হবে ৷ সেই ম্যাচের জয়ী দল মুম্বইয়ের সিসিআই-এর ব্রের্বোন স্টেডিয়ামে লিগের 1 নম্বর দলের সঙ্গে ফাইনালে যোগ দেবে ৷

ABOUT THE AUTHOR

...view details