মুম্বই, 8 মার্চ: আন্তর্জাতিক নারীদিবসে 34তম জন্মদিন পালন করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ 1989 সালের 8 মার্চ তাঁর জন্ম (Harmanpreet Kaur Celebrates Birthday on 8th March) ৷ এবছর হরমনপ্রীত জন্মদিন উদযাপন করলেন উইমেন্স প্রিমিয়র লিগে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের সোশাল মিডিয়ায় হরমনপ্রীতের জন্মদিন পালনের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ ভিডিয়োতে ভারত তথা মুম্বই দলের ক্যাপ্টেন হরমনপ্রীতকে কেক কাটতে দেখা গিয়েছে ৷ মুম্বই দলের মেন্টর তথা বোলিং কোচ ঝুলন গোস্বামী হরমনকে কেক খাইয়ে দেন এবং তাঁর মুখে কেক ম্যাশ করা হয় ৷
এদিন বিসিসিআই-এর তরফেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ বিসিসিআই উইমেন টুইটার হ্যান্ডেলে হরমনপ্রীতের কেরিয়ার স্ট্যাট তুলে ধরে, তাঁকে জন্মদিনের অভিনন্দন জানানো হয়েছে ৷ বিসিসিআই এর সেই টুইটে লেখা হয়েছে, ‘‘278 আন্তর্জাতিক ম্যাচ ৷ আন্তর্জাতিক ম্যাচে 6 হাজার 418 রান ৷ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ব্যাটার হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ৷ প্রথম ক্রিকেটার যিনি 150 টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷’’