পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Harmanpreet Kaur Birthday Celebration: নারী দিবসে চৌত্রিশ পূর্ণ করলেন হরমনপ্রীত, ডব্লিউপিএলের মাঝেই চলল সেলিব্রেশন

জীবনের বাইশ গজে 34 পূর্ণ করলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur Birthday) ৷ উইমেন্স প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্সেরও কাণ্ডারী তিনি ৷ বুধবার দলের সঙ্গেই জন্মদিন পালন করলেন হরমনপ্রীত ৷

Harmanpreet Kaur Birthday ETV BHARAT
Harmanpreet Kaur Birthday

By

Published : Mar 8, 2023, 4:11 PM IST

মুম্বই, 8 মার্চ: আন্তর্জাতিক নারীদিবসে 34তম জন্মদিন পালন করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ 1989 সালের 8 মার্চ তাঁর জন্ম (Harmanpreet Kaur Celebrates Birthday on 8th March) ৷ এবছর হরমনপ্রীত জন্মদিন উদযাপন করলেন উইমেন্স প্রিমিয়র লিগে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের সোশাল মিডিয়ায় হরমনপ্রীতের জন্মদিন পালনের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ ভিডিয়োতে ভারত তথা মুম্বই দলের ক্যাপ্টেন হরমনপ্রীতকে কেক কাটতে দেখা গিয়েছে ৷ মুম্বই দলের মেন্টর তথা বোলিং কোচ ঝুলন গোস্বামী হরমনকে কেক খাইয়ে দেন এবং তাঁর মুখে কেক ম্যাশ করা হয় ৷

এদিন বিসিসিআই-এর তরফেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ বিসিসিআই উইমেন টুইটার হ্যান্ডেলে হরমনপ্রীতের কেরিয়ার স্ট্যাট তুলে ধরে, তাঁকে জন্মদিনের অভিনন্দন জানানো হয়েছে ৷ বিসিসিআই এর সেই টুইটে লেখা হয়েছে, ‘‘278 আন্তর্জাতিক ম্যাচ ৷ আন্তর্জাতিক ম্যাচে 6 হাজার 418 রান ৷ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ব্যাটার হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ৷ প্রথম ক্রিকেটার যিনি 150 টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷’’

হরমপ্রীতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঝুলন গোস্বামীও ৷ ভারতীয় দলে হরমনের প্রাক্তন সতীর্থ তথা ঝুলু দি বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর এবং বোলিং কোচ ৷ ঝুলন শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘‘আমার প্রিয় হরমনপ্রীতকে জন্মদিনের অনেক অনেক অভিনন্দন ! তোমার সঙ্গে মাঠ শেয়ার করতে পারা আমার কাছে সম্মানের ৷ সেই সঙ্গে তোমাকে ধীরে ধীরে একজন অসাধারণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে দেখেছি ৷ এভাবেই নিজের দ্যুতি ছড়াতে থেকো হরমন !’’

আরও পড়ুন:ক্যারিবিয়ান ঝড়ে বিধ্বস্ত স্মৃতিরা, হেইলির দাপটে টানা দ্বিতীয় জয় মুম্বইয়ের

এই মুহূর্তে হরমনপ্রীত-সহ ভারতীয় দলের সকল মহিলা ক্রিকেটার উইমেন্স প্রিমিয়র লিগে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন ৷ হরমনপ্রীত কৌর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ৷ তাঁর নেতৃত্বে মুম্বই তাদের প্রথম দু’টি ম্যাচ বড় ব্যবধানে জিতে লিগ টেবিলে এক নম্বরে রয়েছেন ৷ তাদের পরের ম্যাচ 9 মার্চ অর্থাৎ, বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের মেগা ক্ল্যাশ হতে চলেছে এই ম্যাচ ৷ দুই দলই তাঁদের প্রথম দু’টি ম্যাচ দাপটের সঙ্গে খেলে জিতেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details