পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hardik Relishes Captaincy : আইপিএল দিয়েছেন, এবার নীল জার্সিতে নিজেকে মেলতে মরিয়া ‘অধিনায়ক’ হার্দিক

পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলেছে গুজরাত (Hardik Pandya emergence like Phoenix) ৷ এবার লড়াইটা আরও বড় ৷ সামনে দুর্বল আয়ারল্যান্ড থাকলেও চ্যালেঞ্জ নিতে বদ্ধপরিকর হার্দিক ৷

Hardik Pandya
Hardik Pandya

By

Published : Jun 25, 2022, 11:08 PM IST

মালাহাইড (আয়ারল্যান্ড), 25 জুন : উশৃঙ্খল, আগ্রাসী হার্দিকের বদলে দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ তারই ক্লাইম্যাক্স দেখেছে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলেছে গুজরাত (Hardik Pandya emergence like Phoenix) ৷

এবার লড়াইটা আরও বড় ৷ সামনে দুর্বল আয়ারল্যান্ড থাকলেও চ্যালেঞ্জ নিতে বদ্ধপরিকর হার্দিক ৷ পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাই বলেন, ‘‘আমি দায়িত্ব নিতে পছন্দ করি ৷ আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি দায়িত্ব নেওয়ার সময় আরও ভাল পারফর্ম করি ৷ অধিনায়কত্ব করার সময় আমি দেখব কীভাবে আমি প্রতিটি খেলোয়াড়কে লড়াই করার ক্ষমতা দিতে পারি ৷’’

‘উশৃঙ্খল’ ৷ চারবার মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েও নামের আগে থেকে এই বিশেষণ মুছতে পারেননি হার্দিক পান্ডিয়া ৷ 2019 সালে ‘কফি উইথ করণ’ থেকে এয়ারপোর্টে কাস্টমসের হাতে ধরা পড়া, বরাবর বিতর্কে জড়িয়েছেন পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাই ৷ 2021 টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে করেছিলেন মাত্র 69 রান, হাত ঘুরিয়েছিলেন মাত্র 4 ওভার ৷ আইপিএলের শুরুতে বুমরা, সূর্যকুমারকে রিটেন করলেও হার্দিককে রিলিজ করে দিয়েছিল মুম্বই ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে ‘পাপস্খলন’ করেছেন তিনি ৷

আরও পড়ুন : অন্ধকার কাটিয়ে আইপিএল জন্ম দিল দৃঢ়চেতা ও সংযমী হার্দিকের

দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ মোতেরায় তাঁর মধ্যে ধোনির ছায়াও দেখতে পেয়েছেন অনেকে ৷ মেগা ম্যাচগুলিতে শুধু অধিনায়কই নয়, দেখা মিলেছে ইউটিলিটি অল-রাউন্ডারেরও ৷ সেই হার্দিককেই এবার আয়ারল্যান্ডের মাটিতে দেখতে চাইছেন ভক্তরা ৷

ABOUT THE AUTHOR

...view details