লখনউ, 30 জানুয়ারি: কোনও বল বেশি টার্ন করছে, তো কোনও বল সোজা চলে আসছে ৷ আবার পিচের একটি নির্দিষ্ট জায়গায় পেসারদের বল পড়ে তীরের বেগে ছুটছে ৷ রবিবার লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামের পিচে এমনই দৃশ্য দেখা গিয়েছে ৷ যে পিচে 100 রান তাড়া করতে ভারতের টি-20 স্পেশালিস্ট ব্যাটারদের 119 বল খেলতে হয়েছে ৷ তাই ম্যাচের পর পিচ নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন ভারতের টি-20 দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya Unhappy with Underprepared Pitch of Lucknow Stadium) ৷ জানিয়ে দিলেন, রাঁচির পর লখনউয়ের পিচও আন্ডার প্রিপেয়ার্ড ৷
উল্লেখ্য, রবিবার লখনউয়ের স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে ভারত চলতি টি-20 সিরিজে 1-1 সমতায় ফিরেছে ৷ কিন্তু, সম্পূর্ণ ম্যাচের গল্পটা ছিল অন্য ৷ 6 উইকেটের জয়টা কেক ওয়াক হয়নি ভারতের কাছে ৷ টি-20 ক্রিকেটে মাত্র 100 রান তাড়া করতে নেমে কালঘাম ছুটেছে সূর্যকুমার যাদব এবূং হার্দিক পান্ডিয়ার ৷ 19.5 ওভারে বাউন্ডারি মেরে ভারতের জয় নিশ্চিত করেন স্কাই ৷ যা তাঁর 26 রানের অপরাজিত ইনিংসের একমাত্র বাউন্ডারি ৷
রবিবার নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ এই সিদ্ধান্ত শাপে বর হয় ভারতের ৷ শুরু থেকেই ভারতীয় স্পিনাররা দাপট দেখাতে শুরু করেন ৷ ভারতের 20 ওভারের 13 ওভার করেন স্পিনাররা ৷ কিউয়িদের 8টির মধ্যে 5টি উইকেটও স্পিনারদের নেওয়া ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 99 করে নিউজিল্যান্ড ৷ এখানেই শেষ নয় ৷ গল্পে মোচড় তখনও বাকি ছিল ৷