পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India T20I Squad vs Ireland : নেতৃত্বে হার্দিক পান্ডিয়া, আইরিশদের বিরুদ্ধে টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা ভারতের

আয়ারল্যান্ড সফরে টি-20 সিরিজে দলকে প্রথমবারের জন্য নেতৃত্ব দেবেন সদ্য গুজরাত টাইটান্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করা অলরাউন্ডার (Hardik Pandya to lead the Indian team in the two match T20I series against Ireland) ৷ আইরিশদের বিরুদ্ধে টি-20 সিরিজে হার্দিকের ডেপুটি হিসেবে ভুবনেশ্বর কুমারের নাম ঘোষণা করেছে বোর্ড ৷

India T20I Squad vs Ireland
নেতৃত্বে হার্দিক পান্ডিয়া

By

Published : Jun 15, 2022, 11:08 PM IST

মুম্বই, 15 জুন : চলতি মাসের শেষে আয়ারল্যান্ড সফরে টি-20 সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই ৷ দলের রথী-মহারথীরা সে সময় ইংল্যান্ড সফরে অবশিষ্ট একটিমাত্র টেস্ট ম্যাচের প্রস্তুতিতে যেহেতু ব্যস্ত থাকবেন, তাই আয়ারল্যান্ড সফরে টি-20 সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া ৷ দলকে প্রথমবারের জন্য নেতৃত্ব দেবেন সদ্য গুজরাত টাইটান্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করা অলরাউন্ডার (Hardik Pandya to lead the Indian team in the two match T20I series against Ireland) ৷

আইরিশদের বিরুদ্ধে টি-20 সিরিজে হার্দিকের ডেপুটি হিসেবে বিসিসিআই ভুবনেশ্বর কুমারের নাম ঘোষণা করেছে ৷ যেহেতু গুজরাতকে আইপিএল আত্মপ্রকাশে সদ্য চ্যাম্পিয়ন করেছেন তিনি, তাই সিনিয়রদের অনুপস্থিতিতে হার্দিকই ভারতীয় দলকে এই সিরিজে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি ছিলেন ৷ এদিন দল ঘোষণায় তাতেই সিলমোহর পড়ল ৷

তবে সহ-অধিনায়কত্বের দৌড়ে ছিলেন দীনেশ কার্তিকও ৷ তবে অভিজ্ঞ কার্তিকের পরিবর্তে আরেক অভিজ্ঞ ভুবিতেই আস্থা রাখলেন নির্বাচকরা ৷ উল্লেখযোগ্য ভাবে, আইরিশদের বিরুদ্ধে টি-20 সিরিজে জাতীয় দলে প্রথম ডাক পেলেন সানরাইজার্স ব্যাটার রাহুল ত্রিপাঠী ৷ এছাড়া দলে ফিরলেন সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসনরা ৷ আগামী 26 এবং 28 জুন ডাবলিনে অনুষ্ঠিত হবে ম্যাচদু'টি ৷

আরও পড়ুন : কুঁচকির চোট সারেনি এখনও, ইংল্যান্ড সফরে শেষ টেস্টে নেই রাহুল

একনজরে ভারতীয় স্কোয়াড : হার্দিক (অধিনায়ক), ভুবনেশ্বর (সহ-অধিনায়ক), ঈশান, রুতুরাজ, সঞ্জু, সূর্যকুমার, ভেঙ্কটেশ, হুডা, ত্রিপাঠী, কার্তিক (উইকেটরক্ষক), চাহাল, অক্ষর, বিষ্ণোই, হর্ষল, আবেশ, অর্শদীপ, উমরান ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details