মুম্বই, 16 নভেম্বর : তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার 5 কোটির হাতঘড়ি বাজেয়াপ্ত হয়েছে মুম্বই বিমানবন্দরে ৷ সকাল থেকেই এমন খবরে ছেয়ে গিয়েছিল ইন্টারনেটে ৷ দুবাই থেকে দেশে ফেরার পথে জাতীয় দলের ফ্ল্য়ামবয়েন্ট ক্রিকেটারের দু'টি ঘড়ি মুম্বই বিমানবন্দরে নাকি বাজেয়াপ্ত করেছে শুল্ক বিভাগ ৷ প্রথমসারির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এমন খবরে বিরক্ত পান্ডিয়া বেলা গড়াতে নিজেই জানালেন সত্যিটা ৷
সোশ্য়াল মাধ্য়মে এক বিবৃতিতে পান্ডিয়া জানালেন, 5 কোটির দু'টি ঘড়ি নয় ৷ 1.5 কোটির একটি ঘড়িই যথাযথ ভ্যালুয়েশনের জন্য় শুল্ক বিভাগ হেফাজতে নিয়েছিল ৷ বিবৃতিতে জাতীয় দলের অলরাউন্ডার লিখেছেন, "15 নভেম্বর সকালে দুবাই থেকে ফেরার পথে আমি স্বেচ্ছায় মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের কাউন্টারে গিয়েছিলাম ৷ সেদেশ থেকে কেনা সমস্ত জিনিসপত্রের প্রয়োজনীয় কাগজপত্র শুল্ক বিভাগের কর্তব্য়রত আধিকারিকদের দেখানোর ছিল ৷ সোশ্য়াল মিডিয়ায় বিষয়টি নিয়ে ভুল তথ্য় পরিবেশন করা হচ্ছে ৷ আমি স্বচ্ছতা সামনে আনতে চাই ৷"