মুম্বই, 4 নভেম্বর: বিশ্বকাপের বাকি ম্যাচেও খেলতে পারবেন না ভারতীয় দলের অলরাউন্ডার তথা সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পাওয়া গোড়ালির চোটের কারণে বাকি টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি ৷ তাঁর পরিবর্ত হিসেবে ভারতীয় দলে এলেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ৷ শনিবার সকালে আইসিসি-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিসিআই-এর রিপোর্ট অনুযায়ী হার্দিক পান্ডিয়া তাঁর গোড়ালির চোট থেকে সেরে উঠতে পারেননি ৷ ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি থেকেও বাদ পড়লেন তিনি ৷
বিসিসিআই-এর মেডিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী, 30 বছরের হার্দিক এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷ বাংলাদেশ ম্যাচে তাঁর বাঁ-পায়ের গোড়ালিতে চোট লাগে ৷ সেই চোটের কারণে, দীর্ঘ দু’সপ্তাহের বিশ্রাম এবং চিকিৎসার পরেও সেরে উঠতে পারেননি ৷ ফলে বাকি টুর্নামেন্টেও খেলতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার ৷ এই পরিস্থিতিতে চিন্তা বাড়ল হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার ৷ বাকি দুই ম্যাচে হার্দিককে প্রয়োজন না পড়লেও, সেমিফাইনালে হার্দিকের দলে না থাকা চাপ বাড়াবে ভারতের উপর ৷
ইতিমধ্যে বিসিসিআই-এর তরফে হার্দিকের বদলি হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে 15 জনের স্কোয়াডে সামিল করানো হয়েছে ৷ শনিবার সকালে আইসিসি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি বিসিসিআই-এর আবেদনে অনুমোদন দিয়েছে ৷ উল্লেখ্য প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের জার্সিতে ওয়ান-ডে ও টি-20 মিলিয়ে মোট 19টি ম্যাচ খেলেছেন ৷ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে খেলেছিলেন তিনি ৷ সেখানে শেষ খেলা ম্যাচে 9 ওভার বল করে 45 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন তরুণ এই পেসার ৷ তবে, এই 19 ম্যাচে 33 উইকেট নিয়ে এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বাস অর্জন করতে পেরেছেন তিনি ৷