আমেদাবাদ, 15 অক্টোবর: পাকিস্তানকে 7 উইকেটে হেলায় হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার উপরে ভারত ৷ শনিবার বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠিয়ে মাত্র 191 রানে তাদের ইনিংস শেষ করে দিয়েছিলেন ভারতীয় বোলারা ৷ আর সেই রান তাড়া করতে নেমে মাত্র 30.3 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল ৷ যেখানে অধিনায়ক রোহিত শর্মা 63 বলে 86 রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন ৷ কিন্তু, এই একপেশে ম্যাচ জয়ের আসল রহস্য কী ? তারই খোঁজ দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ একেবারে ড্রেসিংরুমের ভিতরের খবর ৷
বিসিসিআই টিভি'র বিশেষ চ্যাটে হার্দিক প্রথম পাকড়াও করেন অধিনায়ক রোহিতকে ৷ যিনি তখন বাউন্ডারি লাইনে ব্যস্ত ছিলেন কেক কাটতে ৷ হার্দিক তাঁকে এ দিনের ইনিংস নিয়ে প্রশ্ন করায় রোহিতের জবাব, ‘‘পিচ ব্যাটিংয়ের জন্য অনেক সহজ ছিল ৷ যদিও, আমি সেঞ্চুরি মিস করেছি ৷ কিন্তু, দলে অনেক ক্রিকেটার রয়েছে, যাঁরা আগ্রাসী ক্রিকেট খেলতে পারেন ৷ দলের কাউকে না-কাউকে সেই দায়িত্বটা নিতে হবে ৷ আমি অধিনায়ক হিসেবে সেটা নিজেই করছি ৷ আর গত দু'বছর ধরে এমন আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম ৷ বিশ্বকাপে তা সফল হচ্ছে ৷’’
শনিবারের ম্যাচে একটি ছয় মারার পর আম্পায়ার এরাসমাসকে হাতের বাইসেপ দেখান রোহিত ৷ যা নিয়ে অধিনায়ক বলেন, ‘‘আমাকে আম্পায়ার বলছে, এত বড় বড় ছয় কীভাবে মারো ? নিশ্চয়ই ব্যাটে কিছু আছে ৷ আমি তখন বললাম ব্যাটে কিছু নেই, পুরোটাই পাওয়ার ৷’’ এখানেই বাক্যালাপের শেষে রোহিতকে আলিঙ্গন করে ড্রেসিংরুমের দিকে দৌড় দেন হার্দিক ৷ এবার সেখানে তিনি খোঁজ শুরু করেন ম্যাচের সেরা জসপ্রীত বুমরার ৷ কিন্তু, বুমরা সেই সময় ড্রেসিংরুমে ছিলেন না ৷ ফলে রবীন্দ্র জাদেজাকে ধরেন আলাপচারিতার জন্য ৷
কীভাবে এত সহজ-সরলভাবে বোলিং করেন স্যার জাদেজা ? হার্দিকের এই প্রশ্নে নিজের বোলিং রহস্যভেদ করেননি তিনি ৷ শুধু জানালেন, 155 রানের মাথায় বাবরকে আউট করার পর, যেভাবে ভারত ম্যাচে ফিরেছে তাতে পুরো দলের অবদান রয়েছে ৷ আর এখানেই উঠে আসে ভারতের প্রথম পাঁচ বোলারের মিলিতভাবে 2টি করে উইকেট নেওয়ার প্রসঙ্গ ৷ জাদেজার সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতার পরেই হার্দিকের নজরে আসেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ৷
আরও পড়ুন:তাঁকে খেলতে কেন ব্যর্থ হলেন পাক ব্যাটাররা, খোলসা করলেন কুলদীপ