মুম্বই, 16 এপ্রিল : বৃহস্পতিবার ভারতীয় পুরুষ দলের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই ৷ 2020 সালের অক্টোবর মাস থেকে 2021 সালের সেপ্টেম্বর মাসের চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে ৷ তালিকায় বেশ কিছু নামের যেমন সংযোজন হয়েছে, বাদও পড়েছে কিছু নাম ৷ তবে এ প্লাস বিভাগে নিজেদের স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রোহিত শর্মা ৷
2019-20 সালে গ্রেড বি-তে ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ এবারের তালিকায় হার্দিক উঠে এসেছেন গ্রেড-এ তে ৷ একই সঙ্গে গ্রেড এ-তে থাকা ভুবনেশ্বর কুমার নেমে গেছেন গ্রেড বি-তে ৷ চাহাল গ্রেড সি-তে নেমে গেছেন ৷ মণীশ পান্ডে এবং কেদার যাদব কেন্দ্রীয় এই চুক্তিতে নিজেদের জায়গা করে নিতে ব্যর্থ ৷ মহম্মদ সিরাজ়, অক্ষর প্যাটেল এবং শুভমন গিল সম্প্রতি ভারতীয় দলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন ৷ পুরস্কার পেয়েছেন এই দুই ক্রিকেটার ৷ কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের নাম তুলতে সক্ষম দুই তরুণ ক্রিকেটার ৷ সাম্প্রতিককালে খুব বেশি ম্যাচ না খেললেও গ্রেড বি তে নিজের স্থান অবিচল রেখেছেন ঋদ্ধিমান সাহা ৷