মুম্বই, 20 অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের পরের ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া ৷ গোড়ালির চোটের কারণে, তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে চিকিৎসকের তরফে ৷ নিউজিল্যান্ড ম্যাচের জন্য ভারতীয় দল ধরমশালা রওনা দিলেও, হার্দিক পুণেতে রয়েছেন ৷ উল্লেখ্য, গতকাল হার্দিকের পায়ের স্ক্যান করা হয় ৷ সেই রিপোর্ট স্বাভাবিক বলেই জানানো হয়েছে ৷ কিন্তু, বাঁ-পায়ের চোট পাওয়া গোড়ালির ব্যাথা না কমা পর্যন্ত হার্দিক মাঠে নামতে পারবেন না ৷ ভারতীয় দলের সহ-অধিনায়ক আপাতত বিসিসিআই-এর চিকিৎসক দলের পর্যবেক্ষণে থাকবেন ৷
বিসিসিআই-এর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হার্দিক দলের সঙ্গে সফর না করলেও, লখনউয়ে ইংল্যান্ড ম্যাচের আগে ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন ৷ 29 অক্টোবর গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবেন রোহিত শর্মারা ৷ সেই ম্যাচে হার্দিক পুরোপুরি ফিট হয়ে নামবেন বলেই বিসিসিআই সূত্রে খবর ৷ উল্লেখ্য, গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক নিজের প্রথম ওভারেই চোট পান ৷ ওভারের তিন নম্বর বলটি করার পা ডান-পা দিয়ে ব্যাটারের মারা শট আটকানোর চেষ্টা করেন হার্দিক ৷ সেই সময় দেহের ভারসাম্য রাখতে না পেরে পিচের উপরেই পড়ে যান তিনি ৷