মুম্বই, 15 ডিসেম্বর: আইপিএল সিজন 17-র মিনি অকশনের আগে বড়সড় অ্যাকশন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ ট্রান্সফার উইন্ডোতে ‘পল্টন ব্রিগেডে’ ফিরেই অধিনায়ক হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া ৷ গুজরাত টাইটান্সে প্রথম দু’বছর অধিনায়কত্ব করেছিলেন তিনি ৷ যেখানে প্রথমবারেই গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন ৷ সেখান থেকে ট্রান্সফার উইন্ডোতে ফের পুরনো দলে ফিরেছিলেন ৷ আর ফিরতেই হার্দিককে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ৷ সেই সঙ্গে এমআই শিবিরকে 5টি আইপিএল ট্রফি জেতানো রোহিত শর্মার ভবিষ্য কী হবে ? সেই প্রশ্নও উঠে গেল ৷
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অফ পারফর্ম্যান্স মাহেলা জয়বর্ধনেকে উল্লেখ করে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানেই হার্দিককে অধিনায়ক ঘোষণা বলেন, ‘‘এই পদক্ষেপ মুম্বই ইন্ডিয়ান্সের ঐতিহ্যকে বজায় রাখতে এবং ভবিষ্যতের জন্য দলকে তৈরি করার জন্য ৷ মুম্বই ইন্ডিয়ান্স শুরুর দিন থেকে নেতৃত্বের ক্ষেত্রে ভাগ্যবান ৷ তা সে সচিন থেকে হরভজন হোক এবং রিকি থেকে রোহিত ৷ বিশেষত রোহিত, যিনি দলকে শুরুতেই সাফল্য এনে দিয়েছিলেন ৷ যার সবসময় লক্ষ্য থাকত ভবিষ্যতের জন্য দলকে আরও শক্তিশালী করা ৷’’
আর হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পিছনে এটাই আসল কারণ বলে জানিয়েছেন জয়বর্ধনে ৷ তাঁকে উদ্ধৃত করে এমআই শিবির জানিয়েছে, ‘‘এই দর্শন মেনেই হার্দিক পান্ডিয়া আইপিএল 2024 সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ৷’’ তাহলে প্রশ্ন উঠছে রোহিত শর্মার কী হবে ? যা নিয়ে মুম্বই শিবিরের বক্তব্য, ‘‘আমরা রোহিত শর্মাকে তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই ৷ 2013 সাল থেকে তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা অসাধারণ ছিল ৷ ওর নেতৃত্বে আমরা দল হিসেবে দুরন্ত সব সাফল্য পেয়েছি তাই নয় ৷ আইপিএল ইতিহাসে সেরা অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছে রোহিত ৷’’
সবশেষে ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, তারা সিনিয়র ক্রিকেটার রোহিতকে ভবিষ্যতে মুম্বই ইন্ডিয়ান্সের পথপ্রদর্শক হিসেবে চাইছে ৷ তাঁর অভিজ্ঞতাকে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে ব্যবহার করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি ৷ তবে, বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্স করা রোহিতকে হঠাৎ করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া অবশ্য অবাক করার মতো ঘটনা ৷ এমনকি ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে এভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া আইপিএলের ইতিহাসে প্রথম ৷ সেখানে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে এনেই নেতৃত্ব দিয়ে দেওয়ার পিছনে, অন্য কোনও সমীকরণ থাকলেও থাকতে পারে ৷ তবে, তা সময়ই বলবে ৷
আরও পড়ুন:
- ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই
- ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট
- বিশ্বকাপে 'হিট' শ্রেয়সেই ভরসা! আইপিএলে নাইটদের ঘর সামলাবেন আইয়ার