পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

TATA IPL 2022 : হার্দিকের অধিনায়কোচিত ইনিংস, রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাত

দলকে শীর্ষে ওঠার পথে সামনে থেকে নেতৃত্ব দিলেন হার্দিক পান্ডিয়া ৷ অধিনায়ক অপরাজিত অর্ধশতরানে ভর করেই রয়্যালসদের 37 রানে হারাল গুজরাত (GT beat RR by 37 runs) ৷

TATA IPL 2022
হার্দিকের অধিনায়কোচিত ইনিংস, রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাত

By

Published : Apr 15, 2022, 7:19 AM IST

মুম্বই, 15 এপ্রিল :সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে পা হড়কালেও ফের জয়ের সরণিতে ফিরল গুজরাত টাইটান্স ৷ বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে নবাগতদের ম্যাচ ছিল মূলত শীর্ষে ওঠার লড়াই ৷ সেই লড়াইয়ে বাজিমাত নবাগতদের ৷ আর দলকে শীর্ষে ওঠার পথে সামনে থেকে নেতৃত্ব দিলেন হার্দিক পান্ডিয়া ৷ অধিনায়ক অপরাজিত অর্ধশতরানে ভর করেই রয়্যালসদের 37 রানে হারাল গুজরাত (GT beat RR by 37 runs) ৷

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 15 রানে এদিন দুই ওপেনারকে হারায় গুজরাত ৷ বিজয় শংকরও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি হার্দিককে ৷ তবে চতুর্থ উইকেটে অভিনব মনোহরে সঙ্গে অধিনায়কের 86 রানের জুটিই বদলে দেয় গুজরাত ইনিংসের সমীকরণ ৷ অভিনব 4টি চার, 2টি ছয়ে 28 বলে 43 করে আউট হলেও অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত থেকে যান হার্দিক ৷ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ঝড় তুলে 52 বলে 87 রান করেন গুজরাত অধিনায়ক (GT captain Hardik Pandya hits 87 runs from 52 balls) ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 8টি চার, 4টি ছয়ে ৷ শেষদিকে মিলারের 14 বলে অপরাজিত 31 রান টাইটান্সদের 4 উইকেটে 192 রান তুলতে সাহায্য করে ৷

আরও পড়ুন : নয়া নজির গড়ে টানা প্রথম পাঁচ ম্যাচ হারল পাঁচবারের চ্যাম্পিয়নরা

জবাবে লকি ফার্গুসন, রশিদ খানদের আঁটোসাটো বোলিংয়ে 9 উইকেটে 155 রানের বেশি তুলতে পারেনি রয়্যালসরা ৷ ওপেনার জস বাটলারের ব্যাটে 24 বলে বিস্ফোরক 54 ইনিংস এলেও তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ বাকি ব্যাটাররা (Jos Buttler smashed 54 from 24) ৷ টাইটান্সের হয়ে বল হাতে সফল যশ দয়াল এবং ফার্গুসন নেন 3টি করে উইকেট ৷ একটি করে উইকেট মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া ৷ 5 ম্যাচে 4টি জয়ে 8 পয়েন্ট নিয়ে শীর্ষে টাইটান্স ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details