পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli : বিশ্বকাপে হার্দিকের বোলিং নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন কোহলি - হার্দিক পান্ডিয়া

ক্যাপ্টেন হিসেবে এটাই শেষ টি-20 বিশ্বকাপ বিরাট কোহলির ৷ মরু শহরে এই টুর্নামেন্টের পরই টি-20 ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন কোহলি ৷ সুতরাং এই ট্রফি জিততে মরিয়া বিরাট ৷ কারণ ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত আইসিসি ট্রফি জেতেনি কোহলি ৷ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ও 2019 ওয়ান ডে বিশ্বকাপে সেমিফাইনালে বিদায় নেয় বিরাটের ভারত ৷

Virat Kohli
বিশ্বকাপে হার্দিকের বোলিং নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন কোহলি

By

Published : Oct 23, 2021, 4:23 PM IST

দুবাই, 23 অক্টোবর : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে সপ্তম টি-20 বিশ্বকাপ শুরু হলেও রবিবাসরীয় ভারত-পাক মহারণই টুর্নামেন্টের ইউএসপি ৷ ক্রিকেটবিশ্ব তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকেই ৷ পাকিস্তানের বিরুদ্ধে প্রাক্ ম্যাচ সাংবাদিক বৈঠকে হার্দিক পান্ডিয়ার বোলিং নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি ৷

রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে কোহলি অ্যান্ড কোং ৷ বাবর আজমদের বিরুদ্ধে ফেভারিট হিসেবে বিরাটরা শুরু করলেও ভারত-পাক ম্যাচের লড়াইয়ে টেনশনের চেরাস্রোত চলতে থাকেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে ৷ তবে ভারত-পাক ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে প্রতিপক্ষকে নিয়ে কম, হার্দিককে নিয়ে বেশি প্রশ্ন ছিল ক্যাপ্টেন কোহলির কাছে ৷ অল-রাউন্ডার হিসেবে দলে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বোলিং করতে দেখা যায়নি হার্দিককে ৷ স্বাভাবিকভাবেই বিশ্বকাপে হার্দিককে বোলিং করতে দেখা যাবে কি না, এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল বিরাটের কাছে ৷

হার্দিকের বোলিং প্রসঙ্গে বিরাট বলেন, "আমার মনে হয়, এখন হার্দিক বোলিং করার মতো পজিশনে রয়েছে ৷ প্রয়োজনে ওকে অন্তত দু'ওভার বল করানো হতে হতে পারে ৷ তবে হার্দিক ছাড়াও আমাদের হাতে অনেক বোলিং অপশন রয়েছে ৷ সুতরাং আমরা এটা নিয়ে ভাবছি না ৷" বোলিং না-করলেও ব্যাটার হার্দিককে নিয়ে খুশি কোহলি ৷ ভারত অধিনায়ক বলেন, "হার্দিকের ব্যাটিং নিয়ে আমি খুশি ৷ ছ'নম্বরে ওকে ব্যাটার হিসেবে খেলানো রাতারাতি ঠিক হয়নি ৷ অস্ট্রেলিয়া সফরে হার্দিককে ব্যাটার হিসেবে আমি ব্যাক-আপ করেছিলাম ৷ তারপরও টি-20 ফরম্যাটে ও একাই ম্যাচ জিতিয়েছে ৷ সুতরাং ছ'নম্বরে ব্যাটার হিসেবে দলে হার্দিকের গুরুত্ব রয়েছে ৷"

আরও পড়ুন : টি-20 তে বুমরাই সেরা, মহারণের আগে দরাজ সার্টিফিকেট আমিরের

বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণ নিয়ে ক্যাপ্টেন কোহলি বলেন, "প্রতিটি ম্যাচে আমরা তৈরি হচ্ছি ৷ আমরা টিম হিসেবে মাঠে নামব ৷ যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভাল কিছু করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ৷ আমাদের হাতে দারণ বোলার রয়েছে ৷ তবে অতীতে দলে ভাল না-থাকা সত্ত্বেও আমরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছি ৷ শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আমরা প্রতিবারই জিতেছি ৷ দুর্বল বোলিং হলে আমরা ম্যাচ জিততে পারতাম না ৷"

ABOUT THE AUTHOR

...view details