নয়াদিল্লি, 10 জুলাই : পিতা হলেন হরভজন সিং ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন গীতা বাসরা ৷ সোশ্যাল মিডিয়ায় স্ত্রী গীতা রাসরার পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা জানান হরভজন ৷
টুইটারে একটি বিবৃতি পোস্ট করেন ভাজ্জি ৷ তাতে লেখা আছে, ‘‘ আমরা ধরবার মতো একজোড়া ছোটো হাত পেয়েছি ৷ ওর ভালবাসা বিশাল ৷ সোনার মতো দামি ৷ একটি দারুণ উপহার ৷ বিশেষ ও সুন্দর ৷ আমাদের জীবন সম্পূর্ণ ৷ আমরা ভগবানকে ধন্যবাদ জানাই এই পুত্রসন্তানের জন্য ৷ গীতা ও নবজাত দু’জনেই ভাল আছে ৷’’
তিনি আরও লেখেন, ‘‘ আমরা খুশিতে পরিপূর্ণ ৷ আমাদের শুভাকাঙ্ক্ষীদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ জানাই ৷’’