দিল্লি, 13 জানুয়ারি : সিডনির মাঠে পাঁজরের চোট নিয়ে লড়াই চালানো হনুমা বিহারীকে "ক্রিকেটের খুনি" অ্যাখ্যা দিয়েছিলেন ৷ যা নিয়ে ব্যাপক ট্রোল হন মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ এবার খোদ হনুমাই জবাব দিলেন বাবুলকে ৷ তাও মাত্র দু-অক্ষরে ৷
নাটকীয় ভঙ্গিমায় সিডনি টেস্ট বাঁচিয়েছে ভারত ৷ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে আম ক্রিকেটপ্রেমীর কাছে এই ড্র জয়ের থেকেও বেশি ৷ যার অন্যতম নায়ক হনুমা বিহারী ৷ হ্যামস্ট্রিংয়ের টান নিয়েও অশ্বিনের সঙ্গে খেলে গেছেন ৷ অস্ট্রেলিয়ার দুধর্ষ বোলিংয়ের বিরুদ্ধে 161 বল খেলে ড্র করে মাঠ ছাড়েন ৷ কিন্তু মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র মতে, এই ইনিংস নাকি ক্রিকেটকে খুন করেছে ৷
এই নিয়ে পরপর দুটি টুইট করেন বাবুল সুপ্রিয় ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "109 বল খেলে 7 রান ! হনুমা বিহারী শুধু ভারতের এক ঐতিহাসিক জয়ের সম্ভাবনাকে নষ্ট করেছেন তাই নয়, তিনি ক্রিকেটেরও খুন করলেন ৷ জয়ের কথা না ভাবাও একটা অপরাধ ৷"পরবর্তী টুইটে তিনি লেখেন, "হনুমা একটু দাঁড়িয়ে যদি মারার বলগুলি মারার কথা ভাবত তাহলে ভারত আজ ঐতিহাসিক জয় পেতে পারত ৷ পন্থ যে ইনিংস খেলল সেটা কেউই আশা করেননি ৷ হনুমা সেট ব্যাটসম্যান হওয়ায় খারাপ বলে বাউন্ডারি মারতেই পারত ৷"