ইন্দোর, 1 ফেব্রুয়ারি: বাঁ-হাতের কবজিতে চিড় ৷ সেই অবস্থায় একহাতে ব্যাট করে গেলেন হনুমা বিহারী (Hanuma Vihari Bats Left-Handed With Fractured Wrist) ৷ রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে আজ এমনই আশ্চর্য ছবি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ৷ বাঁ-হাতি ব্যাটারের ভূমিকায় 57 বলে 27 রান করে গেলেন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক ৷ মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনায় ফিরে এল 2020-21 সালের সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পঞ্চমদিনের স্মৃতি ৷
রঞ্জি ট্রফির কোয়ার্টারে ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছিল অন্ধ্রপ্রদেশ ৷ প্রথমদিনের খেলা চলাকালীন অন্ধ্র অধিনায়ক হনুমা বিহারীর ইনিংসের 37 নম্বর বলটি মধ্যপ্রদেশের পেসার আবেশ খান বাউন্সার মারেন ৷ সেই বাউন্সার ডিফেন্ড করতে গিয়ে বল বাঁ-হাতের কবজিতে লাগে ৷ মাঠেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন হনুমা ৷ কিন্তু, তাঁর কলজের জোর যে বিশাল তা আগেও প্রমাণ করেছেন জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার মাঠে ৷ হার বাঁচাতে অজি পেসারদের সামনে পর্বতের মতো দাঁড়িয়ে ছিলেন ৷ 140-150 কিলোমিটার গতির বল লাগাতার শরীরে খেয়ে ম্যাচ বাঁচিয়েছিলেন সেবার ৷