পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সোনা তুলবে মুম্বই, হার্দিকের ঘরে ফেরার জল্পনায় পান্ডিয়াস্তূতি অশ্বিনের - গুজরাত টাইটান্স

Ravchandran Ashwin on Hardik Pandya's Returns to MI: জিটি তাদের আইপিএল জয়ী অধিনায়ককে ছাড়ছে না বলে জানিয়েছে ৷ আইপিএল ট্রান্সফার উইন্ডোতে এবারের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছিল হার্দিক পান্ডিয়ার পুরনো দলে ফেরা ৷ কিন্তু, সেই জল্পনায় ইতি টানল ফ্র্যাঞ্চাইজি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 7:02 PM IST

চেন্নাই, 26 নভেম্বর: আইপিএল ট্রান্সফার উইন্ডোতে এবারের সবচেয়ে বড় চমক বলে মনে করা হচ্ছিল হার্দিক পান্ডিয়ার পুরনো দলে ফেরা ৷ কিন্তু, সেই খবর ভুয়ো বলে জানিয়ে দেওয়া হল ৷ জিটি তাদের আইপিএল জয়ী অধিনায়ককে ছাড়ছে না বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷ গুজরাত ভারতীয় দলের সহ-অধিনায়ককে রিটেন করেছে ৷ বলা হচ্ছিল 15 কোটির ট্রান্সফার মানি দিয়ে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের প্রাক্তন তারকা অলরাউন্ডারকে আবারও দলে ফিরিয়েছে ৷

এ নিয়ে অশ্বিন তাঁর সোশাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, ‘‘যদি এটা সত্যি হয়, তাহলে মুম্বই ইন্ডিয়ান্স তাহলে সোনা তুলেছে ৷ যতদূর শুনেছি, হার্দিককে ক্যাশ ট্রান্সফার করা হয়েছে ৷ মুম্বই তাঁর মতো আর কোনও প্লেয়ার দিতে পারেনি ৷’’ কিন্তু, অশ্বিনের সেই সম্ভাবনার খবর সত্যি নয় ৷ একটি স্পোর্টস ওয়েব সাইটের খবর অনুযায়ী, হার্দিককে গুজরাত টাইটান্স ছাড়েনি ৷ জিটি-র প্রথম আইপিএল জয়ী এবং গত আইপিএল-এর ফাইনালে তোলা অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ফ্র্যাঞ্চাইজি রিটেন করেছে ৷

2022 সালে গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসের সংযুক্তি হয় আইপিএলে ৷ আর প্রথমবারেই দুই দল প্লে-অফে কোয়ালিফাই করে ৷ লখনউ ফাইনালে উঠতে না পারলেও, গুজরাত টাইটান্স তাদের প্রথম আইপিএলেই বাজিমাত করে দেয় ৷ রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা প্রথমবারেই চ্যাম্পিয়নের খেতাব জেতে ৷ আর সেখানেই আবিষ্কার হয়, অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৷ ঠান্ডা মাথায় প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে পরিকল্পনাকে ম্যাচের বাস্তব রূপ দিতে হয়, তা করে দেখিয়েছেন বরোদার এই ক্রিকেটার ৷

তার পরেই হার্দিকের ভাগ্যে সিঁকে ছেড়ে ৷ ভারতীয় ওয়ান-ডে দলের সহ-অধিনায়ক করা হয় হার্দিককে ৷ সেই সঙ্গে টি-20 দলের অধিনায়ক করে দেওয়া হয় তাঁকে ৷ বলা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের শর্টার ফরম্যাটে আগামী দিনে ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হবেন হার্দিক ৷ সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে যে গুজরাত টাইটান্স ছাড়বে না, তা খুব স্বাভাবিক ৷

আরও পড়ুন:

'শাপে বর' হার্দিকের চোট, শামি ফোবিয়ায় কাঁটা শত্রুশিবির

'সুযোগ পেলে প্রমাণে প্রস্তুত', বিশ্বকাপ স্কোয়াডে কৃষ্ণার অন্তর্ভুক্তিতে গর্বিত পুরনো ক্লাব

ABOUT THE AUTHOR

...view details