গুজরাত, 27 নভেম্বর: জল্পনার অবসান! ঘর ছেড়ে আইপিএলে ঘরে ফিরলেন হার্দিক হিমাংশু পান্ডিয়া ৷ ফের মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে দাপাতে দেখা যাবে হেয়ারিকে ৷ গুজরাত টাইটান্সের তরফে সোমবার সকালে হার্দিকে রিলিজ দেওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হল ৷ তারপরই সোশাল মিডিয়ায় ঘরে ফেরার (মুম্বই ইন্ডিয়ান্স) কথা জানিয়ে দেন গুজরাত টাইটাইন্সের এই তারকা ক্রিকেটার ৷
হার্দিককে স্বাগত জানান, মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী মালকিন নীতা আম্বানি ৷ তিনি বলেন,"হার্দিকের প্রত্যাবর্তনে আমরা উচ্ছ্বসিত ৷ মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে ওকে স্বাগাত জানাচ্ছি ৷ হার্দিকের প্রতিভা প্রথম তুলে ধরেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এখন ও ভারতের তারকা ক্রিকেটার ৷" আইপিএলে প্রথম দল মুম্বই ইন্ডিয়ান্স হলেও ঘরোয়া ক্রিকেটে ভদরোদরার হয়ে বাইশ গজে লড়াই শুরু হয়েছিল হার্দিকের ৷
2015 থেকে 2021 পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন হার্দিক ৷ কিন্তু, 2022 আইপিএলে গুজরাত টাইটান্স নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করার পর সেই দলে নাম লেখান টিম ইন্ডিয়ার এই তারকা অল-রাউন্ডার ৷ নেতা হিসেবে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেন হার্দিক ৷ প্রথম বছরেই চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় মরশুমে রানার্স হয় গুজরাত টাইটান্স ৷ কিন্তু এর পরই আইপিএলে ঘরে ফেরার (মুম্বই ইন্ডিয়ান্স) ইচ্ছেপ্রকাশ করেন হার্দিক ৷ এর আগে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন টাইটান্স ক্যাপ্টেন ৷ চলতি বছর সচিন তেন্ডুলকরের জন্মদিনে (24 এপ্রিল) এক্স হ্যান্ডেলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সচিনের সঙ্গে তাঁর একটি ছবিও পোস্ট করেছিলেন হার্দিক ৷