পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gujarat CM Visits Narendra Modi Stadium: নিরাপত্তায় মোড়া মোতেরায় আগামিকাল খেলা দেখবেন মোদি-আলবানেস - অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস

বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের প্রথমদিনে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস ৷ দুই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM Visits Narendra Modi Stadium) ৷

Gujarat CM Visits Narendra Modi Stadium ETV BHARAT
Gujarat CM Visits Narendra Modi Stadium

By

Published : Mar 8, 2023, 7:17 PM IST

Updated : Mar 8, 2023, 7:35 PM IST

আমেদাবাদ, 8 মার্চ:নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরিদর্শনে গেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন তিনি ৷ উল্লেখ্য, আগামিকাল ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথমদিন স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী ৷ তাই তাঁর আগে স্টেডিয়ামে দুই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তাব্যবস্থা নিজে খতিয়ে দেখলেন ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM Bhupendra Patel Inspects Narendra Modi Stadium) ৷

বুধবার জি20 সম্মেলনে যোগ দিতে 3 দিনের ভারত সফরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস (Australian Prime Minister Anthony Albanese) ৷ সফরের দ্বিতীয় দিনে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ টেস্টের প্রথমদিনে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি ৷ সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাই দুই রাষ্ট্রপ্রধানের আসার কারণে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়াকড়ি করা হয়েছে ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ও ভিতরের ব্যবস্থাপনা দেখার পাশাপাশি, সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি ৷

সংবাদ সংস্থা এএনআই-কে অস্ট্রেলিয়ান হাই কমিশনার ব্যারি ও'ফারেল জানান, ক্রিকেট দুই দেশকে মজবুত বাধনে বেঁধে রেখেছে ৷ আর সেই সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসে আমেদাবাদ টেস্টের প্রথমদিনের খেলা দেখবেন ৷ অস্ট্রেলিয়ান হাই কমিশনার আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস হোলি উৎসবেও অংশ নেবেন ৷ সঙ্গে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কূটনৈতিক বৈঠকও হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:আমেদাবাদে টেস্ট অভিষেকের সম্ভাবনা ঈশান কিষাণের

চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চারম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে ৷ আমেদাবাদে চতুর্থ টেস্ট জিতলে ভারত দাপটের সঙ্গে সিরিজ শেষ করবে ৷ সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করবে ভারত ৷ কোয়ালিফাই করতে পারলে 7 জুন থেকে লন্ডনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ তৃতীয় টেস্ট জিতে এই ম্যাচে অস্ট্রেলিয়া অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে মাঠে নামবে ৷ অন্যদিকে ঘরের মাঠ হলেও, আমেদাবাদ টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা ৷

Last Updated : Mar 8, 2023, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details