আমেদাবাদ, 8 মার্চ:নরেন্দ্র মোদি স্টেডিয়াম পরিদর্শনে গেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন তিনি ৷ উল্লেখ্য, আগামিকাল ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথমদিন স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী ৷ তাই তাঁর আগে স্টেডিয়ামে দুই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তাব্যবস্থা নিজে খতিয়ে দেখলেন ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM Bhupendra Patel Inspects Narendra Modi Stadium) ৷
বুধবার জি20 সম্মেলনে যোগ দিতে 3 দিনের ভারত সফরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস (Australian Prime Minister Anthony Albanese) ৷ সফরের দ্বিতীয় দিনে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ টেস্টের প্রথমদিনে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি ৷ সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাই দুই রাষ্ট্রপ্রধানের আসার কারণে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়াকড়ি করা হয়েছে ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ও ভিতরের ব্যবস্থাপনা দেখার পাশাপাশি, সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি ৷